ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৮:১৩, ১৯ মে ২০১৭

আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর তেহরানও পাল্টা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। আমেরিকার ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাল্টা নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, আমেরিকার যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের তালিকা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও যথাযথ কর্মকর্তার অনুমোদনের পর প্রকাশ করা হবে। কাসেমি বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে তেহরান নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা সরাসরি আইএস সন্ত্রাসবাদ ও মধ্যপ্রাচ্যের জনপ্রিয় আন্দোলনগুলোর বিরুদ্ধে হত্যা ও দমনপীড়নে জড়িত। আমেরিকার পক্ষ থেকে নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কঠোর নিন্দাও জানান কাসেমি। বুধবার আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের সামরিক বিভাগের দুই কর্মকর্তা, ইরানের একটি কোম্পানি ও চীন-ভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের এ কোম্পানি ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করছে ওয়াশিংটন। সূত্র: আইআরডিবি।
×