ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ চীনের বিমানবাহী রণতরী

প্রকাশিত: ১৮:৩২, ২৯ এপ্রিল ২০১৭

অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ চীনের বিমানবাহী রণতরী

অনলাইন ডেস্ক ॥ চলতি সপ্তাহেই পানিতে নেমেছে চীনের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী। জানা গেছে, এই যুদ্ধ বিমানবাহী জাহাজে আট হাজারেরও বেশি নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে চীন। এছাড়া, দেশীয় পদ্ধতিতে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চীন যে উদ্যোগ নিয়েছে তা দেশের প্রযুক্তিকে বাড়তি উৎসাহ জোগাবে। এমনটাই জানিয়েছে চীনের প্রথম শ্রেণীর একটি সংবাদপত্র। গত বুধবার চীনের ডালিয়ান জাহান নির্মাণ কেন্দ্র থেকে পঞ্চাশ টন ওজনের এই নতুন এয়ারক্রাফট কেরিয়ারটি পানিতে নেমেছে। চায়না সিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের সাহায্যেই তৈরি হয়েছে এটি। নয়া এয়ারক্রাফট ক্যারিয়ারটি ছাড়াও চীনের কাছে রয়েছে আরও একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ। ১৯৯৮-এ এটি ইউক্রেন থেকে ক্রয় করা হয়েছিল। এছাড়া, আরও একটি নির্মাণ করছে চীন।
×