ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্যারিসে পুলিশের উপর হামলা ॥ হামলাকারীর নাম প্রকাশ

প্রকাশিত: ১৮:৩৮, ২২ এপ্রিল ২০১৭

প্যারিসে পুলিশের উপর হামলা ॥ হামলাকারীর নাম প্রকাশ

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের প্যারিসের চ্যাম্পস এলিসিতে গুলি চালিয়ে পুলিশ হত্যাকারী সন্দেহভাজন সন্ত্রাসীর নাম প্রকাশ করা হয়েছে। ওই হামলাকারীর নাম করিম চেওরফি বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন প্যারিসের প্রসিকিউটররা। করিম একজন দাগি অপরাধী ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দু’জন আহত হয়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করে। ফ্রান্সে রবিবারের নির্বাচনের আগে এই ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ মন্ত্রীসভার জরুরি সভা ডাকেন। এই হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতি নিরাপত্তা বাহিনীর পূর্ণ সমর্থন ছিল এবং নিহত পুলিশ সদস্যকে জাতীয় সম্মান জানানো হবে। হামলার কিছুক্ষণ পরই প্যারিস প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস জানান, হামলাকারীর পরিচয় তাদের জানা আছে এবং তা যাচাই করা হয়েছে। তদন্ত ও অভিযানের স্বার্থে সেসময় সন্দেহভাজনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। আর এর বেশ কয়েক ঘণ্টা পর শুক্রবার মলিনস জানান, হামলাকারীর নাম করিম চেওরফি। কালাশনিকভ রাইফেল ব্যবহার করে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে সে। মাথায় দুটি বুলেটবিদ্ধ হয়ে ওই কর্মকর্তা নিহত হন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে সমর্থন করে লেখা একটি নোট হামলাকারীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তবে মলিনস বলছেন, হামলাকারীর সঙ্গে ইসলামী উগ্রপন্থার সংযোগ থাকার আপাত প্রমাণ পাওয়া যায়নি।প্রসিকিউটর আরো জানান, চেওরফির বিরুদ্ধে আগেও চারটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ কর্মকর্তাকে হত্যার ইচ্ছে প্রকাশ করার পর গত ফেব্রুয়ারিতে তার বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। বিবিসি।
×