ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কথা বলা বন্ধ করুন! নয়তো সিবিআই পাকড়াবে

প্রকাশিত: ২১:৫৪, ২৫ মার্চ ২০১৭

কথা বলা বন্ধ করুন! নয়তো সিবিআই পাকড়াবে

অনলাইন ডেস্ক ॥ শিল্পপতিরা যদি তাঁর সঙ্গে কথা বলেন, তা হলে হয়তো তাঁদের বাড়িতেও সিবিআই চলে যেতে পারে! প্রকাশ্য অনুষ্ঠানেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ ভ্যালি মামলায় তৃণমূল সাংসদরা গ্রেফতার হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আনছেন। নারদ মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পরে তিনি আরও বেশি করে সরব হয়েছেন। শুক্রবার জোকা শীলপাড়ায় মেয়েদের একটি হস্টেলের উদ্বোধনে এসে অনুষ্ঠান-মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের সেই প্রসঙ্গ তোলেন। এর আগে সারদা তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়া এবং গত বিধানসভা ভোটের ঠিক আগে নারদ ফুটেজ সামনে আসার পরেও চক্রান্তের অভিযোগই এনেছিলেন মমতা। কেন্দ্রের বিরোধিতা করলেই যে সিবিআই বা ইডিকে এগিয়ে দেওয়া হয়, এমন অভিযোগও তাঁর মুখে নতুন নয়। সারদায় মিঠুন চক্রবর্তী বা আইপিএল নিয়ে শাহরুখ খানকে ইডি নোটিস ধরালেও সেটা তৃণমূলের প্রতি চক্রান্তেরই জের বলে মন্তব্য করেছিলেন। ঘটনাচক্রে এ দিন ফের নোটিস পেয়েছেন শাহরুখ। আর মমতাও বৃহস্পতিবার এবিপি আনন্দে যে ভাবে খোলাখুলি আক্রমণের রাস্তায় হেঁটেছিলেন, এ দিন জোকার অনুষ্ঠানেও তা-ই করেন। এ দিন রাজ্যের প্রথম সারির বেশ কয়েক জন শিল্পপতি ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। কটাক্ষ আর শ্লেষ মিশিয়ে তাঁদের উদ্দেশে মমতা বলেন, ‘‘আমি চাই আপনারাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করুন। না হলে আপনাদেরও হয়তো সিবিআই ধরে জেলে পুরে দেবে।’’ পরক্ষণেই তাঁর পাল্টা চ্যালেঞ্জ, ‘‘কিন্তু আমি ভয় পাই না। আমার পার্টির এক দলকে জেলে পাঠালে আর এক দলকে তৈরি করব। এক জনকে ধরলে এক লক্ষ জন্ম দিই আমি, এটা মনে রাখতে হবে।’’ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল গ্রেফতার হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী বারবারই দাবি করছেন, নোট বাতিলের বিরোধিতা করাতেই রাজনৈতিক প্রতিহিংসা নেমে এসেছে তৃণমূলের উপরে। নোট বাতিলের প্রসঙ্গ এ দিন ফের টানেন মমতা। নোট নাকচের জেরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শিল্প ও ব্যবসার কতটা ক্ষতি হয়েছে, তা তিনি শিল্পপতিদের কাছে জানতে চান। তার পরে নিজেই মন্তব্য করেন, ‘‘প্রকাশ্যে আপনারা বলতে পারবেন না জানি। কারণ বললেই আপনার বাড়িতে সিবিআই কিংবা ইনকাম ট্যাক্স অফিসারকে পাঠিয়ে দেবে।’’ শিল্পপতিদের প্রতি মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘বড়দের ছেড়ে দিন। আপনারা যাঁরা তরুণ প্রজন্মের শিল্পপতি, তাঁরা একজোট হোন। এক জনকে আঘাত করলে ৫০ জন একজোট হয়ে বিরুদ্ধে দাঁড়ান। তা হলে কেউ কিছু করতে পারবে না।’’ রাজ্য সরকার সব সময় রয়েছে সহযোগিতার জন্য, আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সুত্র : আনন্দবাজার পত্রিকা
×