ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শারাপোভার সমালোচনায় টেনিস তারকারা

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ মার্চ ২০১৭

শারাপোভার সমালোচনায় টেনিস তারকারা

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ ১৫ মাস ধরেই কোর্টের বাইরে রয়েছেন মারিয়া শারাপোভা। তবে নির্বাসন থেকে আগামী এপ্রিলেই কোর্টে ফিরতে যাচ্ছেন তিনি। শুরুটা করবেন স্টুটগার্ট ওপেন দিয়ে। স্টুটগার্ট ওপেন ছাড়া আরও দুটি ইভেন্টে খেলার আমন্ত্রণপত্র পেয়ে গেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে মাদ্রিদ ওপেনের পর রোম মাস্টার্সেও খেলবেন মারিয়া শারাপোভা। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পরপরই শারাপোভাকে কোর্টে ফেরার সুযোগ দেয়ার কারণে অনেক খেলোয়াড়ই সমালোচনা করে আসছেন। প্রথমদিকে অবশ্য বিষয়টিকে কূটনৈতিকভাবেই সামনে তুলে আনা হয়েছিল। কিন্তু সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা তো একেবারেই মাশার প্রকাশ্যে সমালোচনা করেন। এ প্রসঙ্গে গত বছরের শুরুতেই তিনি বলেন, ‘নিষেধাজ্ঞায় থাকা শারাপোভাকে আমি ট্যুরে মোটেও মিস করিনি। সে সম্পূর্ণ রূপে আমার অপছন্দের, উদ্ধত, অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ। লকার রুমে আমি যখন তার পাশে বসি তখন সে হাই শব্দটাও পর্যন্ত বলে না।’ শারাপোভা বিতর্কে আলোচনায় উঠে এসেছেন ক্যারোলিন ওজনিয়াকিও। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ‘মধুর’ হলেও শারাপোভার বিষয়ে রীতিমতো চাঁচাছোলা মেয়েদের সাবেক এই নাম্বার ওয়ান। তিনি বলেন, ‘যে যত বড়ই হোক, নিয়ম সবার ক্ষেত্রে এক থাকাটাই কাম্য। এ রকম কিছু হলে টেনিসকেই তো অসম্মান করা হবে। আপনি যেই হন, নিয়ম নিয়মই। আমার সঙ্গে ওর কোন শত্রুতা নেই। তবু বলছি, মারিয়ার ওয়াইল্ড কার্ডের দাবিটা প্রশ্নের মুখে পড়তে বাধ্য। আর সত্যিই যদি সেটা দেয়া হয় তাহলে বলব আমাদের খেলাটাকেই অসম্মান করা হলো।’ সর্বশেষ মারিয়ার সমালোচনা করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যাঞ্জেলিক কারবার। টেনিস কোর্টে এই মুহূর্তে দারুণ সময় কাটানো জার্মান তারকা মাশাকে ওয়াইল্ড কার্ড প্রদানের বিষয়টিকে রীতিমতো ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে সর্বোপরি বিষয়টাকে অদ্ভুত মনে হচ্ছে। আসলে এ বিষয়ে কি বলব তা আমি নিজেই জানি না। কারণ অন্য খেলোয়াড়ের জন্য বিষয়টি অদ্ভুতই মনে হবে।’ আগামী ২৬ এপ্রিল সব ধরনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন শারাপোভা। তার ঠিক দুইদিন আগে থেকেই শুরু হবে এই টুর্নামেন্ট। কিন্তু নিষেধাজ্ঞা থেকে ফেরার দিনই কোর্টে লড়াই করতে পারবেন মাশা। কিন্তু টুর্নামেন্টটা যেহেতু জার্মানির। তাই এ্যাঞ্জেলিক কারবার ওয়াইল্ড কার্ড প্রদানে জার্মানদের প্রাধান্য দেয়ার কথাই জানালেন। গত মৌসুমেই প্রথম কোন গ্র্যান্ডসøাম জিতেন কারবার। অস্ট্রেলিয়ান ওপেনের পর বছরের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলে নেন। ২০১৭ সালে অবশ্য এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই টেনিস তারকা। তবে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। মূলত ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন থেকে সেরেনা উইলিয়ামস নাম প্রত্যাহার করে নেয়ার কারণেই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারান আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। তবে স্টুটগার্ট, মাদ্রিদ এবং ইতালিয়ান ওপেনের ওয়াইল্ড কার্ড পেলেও মারিয়া শারাপোভাকে খেলার অনুমতি দিতে আপত্তি জানিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। আর এটাকে সঠিক সিদ্ধান্ত বলেই মন্তব্য করেন ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা। টেনিস র‌্যাঙ্কিংয়ের আট নাম্বারে থাকা সোঙ্গার মতে, ‘এটা অন্যান্য টেনিস খেলোয়াড়কে ভুল বার্তা প্রদান করবে।’ পুরুষ এককে সোঙ্গার আগেও শারাপোভার সমালোচনা করেছেন এ্যান্ডি মারে। এই তালিকায় রয়েছেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারও। তবে এসব নিয়ে খুব বেশি চিন্তিত নন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল। নিষিদ্ধ থাকাকালীন কোর্টের বাইরের সময়টাও যে দারুণ উপভোগ করেছেন তিনি। পড়াশুনার পাশাপাশি নিজের ব্যবসার কাজেও নিজেকে ব্যস্ত রেখেছেন শারাপোভা। তবে অনুশীলন ঠিকই চালিয়ে গেছেন সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসøামের মালিক।
×