ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ান দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

প্রকাশিত: ২০:৩৫, ৯ জুলাই ২০১৬

রাশিয়ান দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক॥ রাশিয়ার দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র বিভাগ। মস্কোতে এক মার্কিন কূটনীতিক রাশিয়ান পুলিশের কাছে হেনস্তার শিকার হলে তার জবাবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেয় বলে জানানো হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানান, ১৭ জুন রাশিয়ান দুই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। ৬ জুন রাশিয়ার এক পুলিশ কর্মকর্তা মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিকের ওপর চড়াও হয়। ঘটনাটি জানিয়ে জন কিরবি সে সময় বলেছিলেন, কোনোপ্রকার উসকানি ছাড়াই পুলিশ এ কাজ করেছে। এদিকে রাশিয়া বলছে, ওই কূটনীতিক সিআইএ’র হয়ে কাজ করতো। সে তার পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিল। গত মাসে মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলোর হাতে মার্কিন কূটনীতিকদের হয়রানির ঘটনা বেড়ে চলেছে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
×