ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় ডক্টরস উইদাউট বর্ডারস

প্রকাশিত: ০৭:১৩, ১২ জানুয়ারি ২০১৬

ইয়েমেনে ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় ডক্টরস  উইদাউট বর্ডারস

ইয়েমেনে রবিবার ডক্টরস উইদাউট বর্ডারস-এর একটি ক্লিনিকে এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাটি এই ঘটনার নিন্দা জানিয়ে একে ‘উদ্বেগজনক হামলা’ বলে অভিহিত করেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে গত চার মাসে এই নিয়ে তৃতীয় দফা এ ধরনের ভয়াবহ হামলা চালানো হলো। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট লড়াই চালিয়ে যাচ্ছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে দেশটির ভূখ- দখল করে নিয়েছে। আফগানিস্তানে প্যারিসভিত্তিক এই মানবিক সংস্থা পরিচালিত একটি স্থাপনায় মার্কিন হামলায় ৪২ জন নিহত হওয়ার পর ইয়েমেনে এই হামলার ঘটনাটি ঘটল। প্যারিসভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডারকে ফরাসীতে সংক্ষেপে এমএসএফ বলা হয়। চিকিৎসা স্থাপনাটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান থেকে নাকি ভূমি থেকে রকেট হামলা চালানো হয়েছে এমএসএফ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। এমএসএফ এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের এই বিমান হামলায় আহত ১০ জনের মধ্যে এমএসএফ-এর তিন কর্মী রয়েছে। এই ঘটনায় আহত অপর দুই স্টাফ সদস্যের ‘অবস্থা গুরুতর’। এতে আরও বলা হয়, ‘চিকিৎসা স্থাপনাটির ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লোক চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।’ সাদা প্রদেশের রাজেহ্ অঞ্চলের ওই চিকিৎসা স্থাপনাটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে বিবৃতিতে বলা হয়েছে। এএফপি
×