ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টাকার বদলে গাছ

প্রকাশিত: ০৬:০৫, ২৩ ডিসেম্বর ২০১৫

টাকার বদলে গাছ

ভারতের ছত্তিসগড়ে একটি ইংরেজি মাধ্যম স্কুল খরচের ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছে। মোটা অঙ্কের টাকা নয়, ওই স্কুলে ভর্তির ফি হিসেবে দিতে হবে মাত্র একটি গাছ। হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিয়েছেন ওই স্কুলের কর্তৃপক্ষ। ছত্তিসগড়ে অম্বিকাপুর থেকে ২০ কিলোমিটার দূরে বরগই গ্রাম। এখানেই কয়েক যুবক ব্যক্তিগত উদ্যোগে একটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করেছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সচেতনতার পাশাপাশি গরিব মা-বাবাদের ইংরেজি মাধ্যম স্কুলে তাদের সন্তানদের পড়াশোনা করানোর শখ পূরণ করাই তাদের লক্ষ্য। -ওয়েবসাইট
×