ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে পৌঁছেছে মাত্র ৬ লাখ ওমরাহ হজযাত্রী

প্রকাশিত: ১৮:২০, ২২ ডিসেম্বর ২০১৫

সৌদিতে পৌঁছেছে মাত্র ৬ লাখ ওমরাহ হজযাত্রী

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে গত ১৩ নভেম্বর থেকে শুরু হয়েছে ওমরাহ। চলতি মৌসুমে ওমরাহ হজের জন্য দেশটিতে পৌঁছেছেন ছয় লাখের মত হজযাত্রী। এ সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ১২ ভাগ কম। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে সোমবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ফলে এবার ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের জনগণ। সোমবার সৌদি হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ মৌসুমে উমরাহ করার জন্য এ পর্যন্ত ৫ লাখ ৪২ হাজার ৬৯৮ জন দেশটিতে এসে পৌঁছেছে। যদিও বিদেশে সৌদি কূটনৈতিক মিশনগুলো এবার ৯ লাখ ৯০ হাজার উমরাহ ভিসা দিয়েছিল। কিন্তু এ বছর দেশটিতে ওমরাহ পালনকারীদের সংখ্যা আশানুরূপ নয়। এবার হজযাত্রীদের সংখ্যা গতবছরের তুলনায় ১২ ভাগ কম।
×