ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ রক্ষা হলোনা দক্ষিণ আফ্রিকার ॥ ১২৪ রানে পরাজয়

প্রকাশিত: ২৩:৩২, ২৭ নভেম্বর ২০১৫

শেষ রক্ষা হলোনা দক্ষিণ আফ্রিকার ॥ ১২৪ রানে পরাজয়

অনলাইন ডেস্ক॥ নাগপুর সিরিজের তৃতীয় টেস্টে আবার স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হলো সাইথ আফ্রিকা। পুরো টেস্ট ম্যাচটি কেউ অর্ধশত করতে পারেনি। টেস্টের প্রথম ইনিংসে ভারতের মুরলি বিজয় করেছিল সর্বচ্চ ৪০ রান। আর সবচেয়ে বেশি ১০৬ বল খেলে হৃদ্ধিমান সাহা করেন ৩২ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭৯ রানে অলআউট হয় ৩৩.১ ওভার বল খেলে। ডুমিনি প্রথম ইনিংসে ৬৫ বল খেলে দলের পক্ষে করেন সর্বচ্চ ৩৫ রন। ভারত দ্বিতীয় ইনিংসে করে ১৭৩ রান। বিজয় এই ইনিংসে সর্বচ্চ ৩৯ রান করে ৭৮ বল খেলে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস খুব একটা সুবিধাজনক ভাবে শুরু না হলে আমলা ও ডুপ্লেসি ৬ষ্ঠ উইকেট জুটিতে ৭২ রান সংগ্রহ করে। এই ইনিংসে আমলা খেলেন ১৬৭ বল আর ডুপ্লেসি খেলেন ১৫২ বল। দুজনের রান ৩৯। এই ম্যাচে ভারতিয় স্পিন বোলিং বিপর্যস্ত করেছে দক্ষিণ আফ্রিকারে। অশ্বিন নিয়েছেন ৭ ও মিশ্র নিয়েছেন ৩ উইকেট। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৮৫ রানে অলআউট হয়। ফলে ভারত ১২৪ রানে জয়লাভ করে চার ম্যাচ সিরিজে এখনও একটি ম্যাচ বাকি থাকতে ২-০ ম্যাচে সিরিজ জিতল। একটি ম্যাচ ড্র হয়। ম্যাচে অশ্বিন ২ নিসিংসে ১২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে। ভারতের এই ধরনের স্পিন উইকেট নিয়ে বিরুপ মন্তব্য পেশ করেছেন মাইকেল ভোন, ওয়াসিক আক্রাম ও মাইকেল ক্লাক। ক্রিকেট এই ব্যাক্তিত্বরা বলেছেন, নাগপুর পিচ স্বয়ং শয়তানের প্রতিভূ। কেউ বলেছেন পিচের নামে এই সব ‘আখড়া’ বন্ধ হক। তাই বিষয়টি ভারতিয়ি ক্রিকেট পরিচালক ও খেলোয়াড়দের ভেবে দেখতে হবে।
×