ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:৩৬, ২৬ নভেম্বর ২০১৫

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়াসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্দ্যোগে মানববন্ধন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের সামনে বেরণ এলাকাস্থ ‘ফ্যাশন ক্রাফট নীট ওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানার শ্রমিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। শ্রমিকরা অভিযোগ করে বলেন, চলতি মাসের ২১ তারিখ তাদের কিছু না জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে তারা অনেকবার কারখানা খুলে দেয়ার দাবিতে মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এ ঘটনার ৫ দিন পর মানবেতর জীবনযাপন করা কারখানাটির কয়েক’শ শ্রমিক বাধ্য হয়ে রাস্তায় নেমে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বন্ধ কারখানা খুলে দেয়াসহ প্রতি মাসে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, অবৈধভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রমিক নির্যাতন ও মার্তৃত্বকালীন ছুটিসহ ৫ দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
×