ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের সামনে ফিলিস্তিনী পতাকা উত্তোলন প্রস্তাব পাস

প্রকাশিত: ০৬:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৫

জাতিসংঘের সামনে ফিলিস্তিনী পতাকা উত্তোলন প্রস্তাব পাস

জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ ভবনের সামনে ফিলিস্তিনী পতাকা উত্তোলন প্রস্তাব ব্যাপক সংখ্যক ভোটে পাস হয়েছে। খবর বিবিসি অনলাইনের। ইসরাইল এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে এবং এর বিরুদ্ধে ভোট প্রদানের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। প্রস্তাবটি ১শ’ ১৯ ভোটে পাস হয়। ৮টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং এদের মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র রয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনী প্রতিনিধি রিয়াদ মনসুর এ ভোট উদ্যোগকে সামনে রেখে বলেছিলেন, ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটি হবে আরও একটি ধাপ। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য ক্রমবর্ধমান গতিশীলতার মধ্যে উদ্যোগটি নেয়া হয় এবং এ ব্যাপারে বেশ কিছু সংখ্যক সদস্য রাষ্ট্র গত বছর তাদের সমর্থন ব্যক্ত করেছে। ভ্যাটিকান মেতে ফিলিস্তিনী রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো ্একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে। জাতিসংঘ ভবনের বাইরে সদস্য রাষ্ট্রগুলোর পতাকার অনুসরণে ফিলিস্তিনী অঞ্চলের মতো অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের পতাকা উত্তোলনের জন্যও প্রস্তাবটিতে বলা হয়েছে।
×