ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় আয়ারল্যান্ডের

প্রকাশিত: ১৩:৫৭, ১৯ অক্টোবর ২০২২

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় আয়ারল্যান্ডের

আয়ারল্যান্ডের ব্যাটার

দারুণভাবে ঘুরে দাঁড়াল আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ১৭৭ রানের বড় লক্ষ্যও তারা টপকে গেলো ৬ উইকেট আর এক ওভার হাতে রেখে। ফলে সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইল আয়ারল্যান্ডের।

১৭৭ রানের বড় লক্ষ্য তাড়ায় করতে নেমে ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল আইরিশরা। সেখান থেকে কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ম্যাচ জেতানো এই জুটিতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি।

ক্যাম্ফার ৩২ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। ডকরেল ২৭ বলে করেন হার না মানা ৩৯। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।

এর আগে মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল স্কটিশরা। শুরুতেই তারা হারায় জর্জ মুনসেকে (১)।

সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার। এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

এমএইচ

×