ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ আন্ডারডগ নয় ॥ আইসিসি

প্রকাশিত: ২৩:৫১, ১৭ অক্টোবর ২০২১

বাংলাদেশ আন্ডারডগ নয় ॥ আইসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সম্ভাবনা-সামর্থ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে টাইগারদের প্রিভিউয়ের শিরোনাম করা হয়েছে, ‘এখন আর আন্ডারডগ নয়, বিশ্বকাপে দানব শিকারে প্রস্তুত বাংলাদেশ।’ পাশাপাশি বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনার কথাও উল্লেখ করে বলা হয়েছে, বছর ৯টি টি২০ জয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপটি খেলতে নামছে বাংলাদেশ। এর চেয়ে বেশি ১২টি জয় রয়েছে শুধু দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় বিষয়টি হলো, আগের ছয়বারের মতো এবার আর তারা আন্ডারডগ হিসেবে খেলবে না। শুধু প্রথম পর্বেই নয়, সুপার টুয়েলভে উঠতে পারলে সেখানেও আন্ডারডগ থাকবে না বাংলাদেশ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বিশ্বকাপে ভাল করার পরিপূর্ণ রসদ রয়েছে দলটির। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারদের নিয়ে অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। নিচের দিকে রয়েছেন আফিফ হোসেন ধ্রুবর মতো সাহসী তরুণ। বোলিংয়ে আক্রমণের নেতৃত্ব মুস্তাফিজুর রহমানের কাঁধে। আছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো পেসাররা। এবারের বিশ্বকাপে শুধু সুপার টুয়েলভে উঠেই খুশি হওয়ার কথা নয় বাংলাদেশের। প্রথমবারের মতো নকআউটে নাম লেখানোর লক্ষ্যেই খেলতে নামবে তারা। আইসিসির এ প্রশংসা প্রতিবেদন টি২০ বিশ^কাপে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে বাড়তি প্রেরণা জোগাতে পারে।
×