ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুইডিশ তারকা প্রথমে গোল করে মিলানকে এগিয়ে দেন, পরে লালকার্ড দেখেন, শেষ মিনিটের গোলে সেমিতে ইন্টার

হিরো থেকে জিরো ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ জানুয়ারি ২০২১

হিরো থেকে জিরো ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ নাটকীয়তায় ভরপুর ম্যাচে নায়ক হওয়ার বদলে খলনায়ক হয়েছেন জ¬াতান ইব্রাহিমোভিচ। সুইডিশ সুপারস্টার ইতালিয়ান কাপের (কোপা ইতালিয়া) কোয়ার্টার ফাইনালে প্রথমে গোল করে এসি মিলানকে সেমিফাইনালের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে বিবাদে জড়িয়ে লালকার্ড দেখে ডুবিয়েছেন দলকে। মঙ্গলবার রাতে মিলানের সানসিরোতে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী। নাটকীয়তায় ভরপুর মিলান ডার্বিতে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে ইন্টার মিলান। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংস ছিল। এরপর যোগ করা হয় অতিরিক্ত সাত মিনিট। সেখানে বদলি বেঞ্চ থেকে এসে শেষ সেকেন্ডে (৯৭ মিনিট) ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে ইন্টারকে রুদ্ধশ্বাস জয় উপহার দেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের সাবেক মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ম্যাচে নায়ক হওয়ার কথা থাকলেও ভিলেন হয়ে মাঠ ছাড়েন ইব্রা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার। উত্তেজনাপূর্ণ ম্যাচের ৩১ মিনিটে ইব্রার গোলে এগিয়ে যায় মিলান। ক্লাব ক্যারিয়ারে এটি ইব্রার ৪৯৯ নম্বর গোল। এই গোল ধরে রেখে জয়ের স্বপ্ন দেখছিল স্টেফানো পিওলির দল। কিন্তু ইউনাইটেডের সাবেক সতীর্থ লুকাকুর সঙ্গে বিরতিতে যাওয়ার আগে মুখোমুখি বিবাদে জড়িয়ে পড়েন ইব্রা। দু’জনকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। বিরতি থেকে ফেরার পর ৫৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইব্রা। এবার ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারভকে ফাউল করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। যে কারণে মাঠ ছাড়তে হয় ইব্রাকে। দশজনের দল হয়ে পড়া রোজোনেরিদের বিরুদ্ধে সুযোগটা কাজে লাগায় নেরাজ্জুরিরা। ম্যাচের ৭১ মিনিটে রাফায়েল লেও ডি বক্সে ফাউল করেন নিকোলা বেরেল্লাকে। পেনাল্টি পায় এ্যান্টোনিও কন্টের ইন্টার। স্পট কিক থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান লুকাকু। এরপর নির্ধারিত সময় পর্যন্ত ড্রয়ের দিকে ঝুলেছিল ম্যাচটি। কিন্তু ভাগ্যটা পরিবর্তন করে দেন ৮৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা এরিকসেন। যোগ করা সপ্তম মিনিটে দুর্দান্ত ফ্রিকিক থেকে ইন্টারকে জয়সূচক গোল এনে দেন ডেনমার্কের এই তারকা। রোমাঞ্চে ঠাসা ম্যাচে ইব্রা দেখেছেন লালকার্ড। যে কারণে দলকে এর মূল্য দিতে হয়েছে হেরে। এজন্য ম্যাচ শেষে তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন এসি মিলান কোচ স্টেফানো পিওলি। তিনি বলেন, ইব্রাহিমোভিচ ক্ষমা চেয়েছে। দলের জন্য সে যে একটা সমস্যা সৃষ্টি করেছিল, সে বুঝতে পেরেছে। সে অনুতপ্ত। সে অসাধারণ একজন এবং চ্যাম্পিয়ন। সবসময় দলের জন্য নিবেদিতপ্রাণ। ঘটনাটি হয়েছে অনিচ্ছাকৃত। অন্যদিকে দুর্দান্ত জয় পাওয়ার পর ইন্টার কোচ এ্যান্টোনিও কন্টে বলেন, এই জয় অসাধারণ। আমি দলের সব খেলোয়াড়কে অভিনন্দন জানই। সত্যি এমন একটা ম্যাচ জেতা অনেক সুখের। এখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।
×