ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের ম্যানেজার নিয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে

প্রকাশিত: ২১:৪১, ২৮ অক্টোবর ২০২০

জাতীয় দলের ম্যানেজার নিয়োগ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ম্যানেজার সেট করবে ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি। ম্যানেজার নিয়ে অনেকদিন ধরেই অনেক রকম কথাবার্তা হচ্ছে। এ বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে কে ম্যানেজার হবে। আলোচনা চলছে দু’একটা ব্যাপার নিয়ে। একটা হলো আমরা পেশাদার একজন ম্যানেজার চাই। আমাদের খুব একটা ট্যাকটিক্যাল ম্যানেজার দরকার নেই। কারণ জাতীয় দল নির্বাচন করেন কোচ। কোচই নাম্বার ওয়ান। আগেরবার সিলেকশন নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। তাতে আমরা ম্যানেজারকে দোষ দিয়েছিলাম। কিন্তু আসলে ম্যানেজার না। আমি কোচের সঙ্গে কথা বলেছিলাম। কোচ নিজেই এটা করেন। সে জন্য আমরা চিন্তা করছি একজন পেশাদার ম্যানেজার রাখব। কিন্তু এটার ফাইনাল কিছুই হয়নি এখনও। কারণ এটা ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির মতামত লাগবে। সে জন্য আমাদের সঙ্গে বসবে। বসে কয়েকদিনের মধ্যে এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ কথাগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এবার একজন নিরপেক্ষ বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দেয়ার চিন্তা-ভাবনা করছে বাফুফে। এ বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে মঙ্গলবার বাফুফে সভাপতি জানান, ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে বোর্ড থেকে কাউকে এ পদে নিয়োগের সম্ভাবনা দেখছেন না বাফুফে বস। ম্যানেজার নিয়োগ প্রক্রিয়াটা বাফুফের বোর্ড থেকে দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমার হিসেবে বোর্ডের কাউকে করার দরকার পড়ে না। বোর্ডের কাউকে যদি করি তাহলে আগের ম্যানেজারের সমস্যা হয়ে যায়। কারণ আগের যে ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু। উনি খুবই অভিজ্ঞ একজন। তার থেকে তো আর অভিজ্ঞ কেউ নেই যে বোর্ড থেকে করব। আমি আসলে জানি না ঠিক কি হবে। এটা ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমার মনে হয় না বোর্ড থেকে হবে।’ দলের জন্য ফুটবলার বাছাই করতে আলাদা করে জাতীয় দল বাছাই কমিটি করা হবে কিনা? জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘আপনি যদি বিশ্বব্যাপী দেখেন ফুটবলে ম্যানেজার এবং কোচই ফুটবলার সিলেক্ট করে। আপনাদের একটা অভিযোগ কোচরা সব খেলা দেখেন না। কিছু কিছু হয়তো বাদ পড়ে যায়। আমার মনে হয় না পড়ে যায়। এ ধরনের আলাপ আপনারা (মিডিয়া) করেন। সে জন্য হয়তো এবার একটা ইনিশিয়াল কমিটি আমরা করতে পারি। স্ক্রিনিং কমিটি। যেটাকে আপনার সিলেকশন কমিটি বলতে পারেন ফুটবলার ক্যাম্পে দেয়ার জন্য। তবে ক্যাম্পে কোচই সবকিছু ঠিক করবেন।’
×