ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবসরের পর কোচিংয়ে আগ্রহী মুইর

প্রকাশিত: ০০:৪৮, ৬ মে ২০২০

অবসরের পর কোচিংয়ে আগ্রহী মুইর

স্পোর্টস রিপোর্টার ॥ ২৬ বছর বয়স স্কটল্যান্ডের মধ্যপাল্লার দৌড়বিদ লাউরা মুইরের। ইতোমধ্যেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচবার পদক জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার লক্ষ্য এখন অলিম্পিকের পদকজয়। করোনাভাইরাসের কারণে এবার স্থগিত ঘোষণা করায় অপেক্ষা বাড়ল তার। তবে আগামী বছর ক্রীড়ার এই মহাযজ্ঞের পদক জিততে দারুণ আশাবাদী লাউরা মুইর। তবে অবসরের পর কোচিংয়ে আগ্রহী এই স্কটিশ দৌড়বিদ। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কোচ এ্যান্ডি ইয়ংয়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। এখানে একসঙ্গে কাজ করা ও পরিকল্পনা করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি ভালভাবে কোচিং করানো যায় তাহলে বিষয়টা মোটেও মন্দ নয়। যদি মনে করি এটা করিয়ে কাউকে সহায়তা করতে পারছি তাহলে আমারও কোচিংয়ে জড়ানোর আগ্রহ রয়েছে। বিশেষ করে আমার যখন বয়স হবে। সেই সময়টাতেও আমি চাইব অনুশীলনে ঘাম ঝরাতে। আর সেই সময়টাতে খেলাধুলার সঙ্গে থাকাটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। তখন যদি আমার শরীর সাড়া দেয় তাহলে কোচিং করানোর চেষ্টা করব।’ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ পদকের মধ্যে ডায়মন্ড লীগে দুইবার চ্যাম্পিয়ন হন তিনি। বৈশ্বিক পর্যায়ে সমান একটি করে রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০১৪ সালে গ্ল্যাসগো কমনওয়েলথ গেমসে খেলারও অভিজ্ঞতা রয়েছে লাউরা মুইরের।
×