ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আফিফ-লিটনকে শক্তি বাড়াতে হবে

প্রকাশিত: ১২:০১, ১৯ জানুয়ারি ২০২০

আফিফ-লিটনকে শক্তি বাড়াতে হবে

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে বিধ্বংসী মনোভাবের জন্য বিশ্বব্যাপীই সুপরিচিত আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অবশ্য ব্যাট হাতে তেমন ঝড় তুলতে পারেননি। বল হাতেও গড়পড়তা পারফর্মেন্স দেখিয়েছেন। তবে রাজশাহী রয়্যালসকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন শিরোপা। সে কারণেই বঙ্গবন্ধু বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। এই আসরে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ব্যাটে-বলে নজর কেড়েছেন। তবে টি২০ ক্রিকেটে দারুণ কিছু করার সবচেয়ে বড় উপায় বিস্ফোরক ব্যাটিং। সেদিক থেকে বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে। ক্যারিবীয়রা এক্ষেত্রে বিশ্বব্যাপীই দারুণ পরিচিতি পেয়েছে। ক্রিস গেইল, রাসেল, কাইরন পোলার্ডদের মতো সবচেয়ে মারাদাঙ্গা ব্যাটসম্যানরা বেরিয়ে এসেছেন সেখান থেকে। তাই রাসেল এবার বঙ্গবন্ধু বিপিএলে বাংলাদেশীদের দেখে তার দৃষ্টিতে ভবিষ্যত খুঁজে পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও র্লিটন কুমার দাসের ব্যাটিংয়ে। তিনি দাবি করেন এ দুই তরুণ অনেকদূর এগিয়ে যেতে পারে, তবে সে জন্য শারীরিক শক্তি বাড়াতে হবে। রাসেল এবার একটিমাত্র ম্যাচে ব্যাট হাতে তার বিধ্বংসী রূপ দেখাতে পেরেছেন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২২ বলে ৫৪ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলে ফাইনালে তুলেছেন রাজশাহীকে। সেই ম্যাচে দু’টি চারের পাশাপাশি ৭টি ছক্কা হাঁকান রাসেল। শুধু এই একটি ফিফটিই হাঁকাতে পেরেছেন তিনি পুরো বিপিএলে। ১৩ ম্যাচের ১১ ইনিংস ব্যাট করে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেছেন। তবে সবচেয়ে বড় অবদান রেখেছেন বোলিংয়ে- ১৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যের সঙ্গে ছিল দারুণ নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করা। তাই টুর্নামেন্ট সেরা হয়েছেন রাসেল। এবার ব্যাটে-বলে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ নজর কেড়েছেন। এর মধ্যে ঢাকা প্লাটুনের অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। লিটন-আফিফ এবার বঙ্গবন্ধু বিপিএলের পুরো আসরজুড়েই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। লিটন ১৫ ম্যাচে ৩২.৫০ গড়ে ৩ র্ফিফটিতে করেছেন ৪৫৫ রান। স্ট্রাইকরেট ১৩৪.২১। তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনি এবারের আসরে। আর আফিফ ১৫ ম্যাচে ২৬.৪২ গড়ে ১ অর্ধশতকে করেছেন ৩৭০ রান। স্ট্রাইকরেট ১৩১.২০। সেখানে টি২০ ক্রিকেটের অন্যতম বিনোদনকারী রাসেলের ব্যাটিং স্ট্রাইকরেট ১৮০.০০। তবে আফিফ-লিটনকে যতটা পেরেছেন পরামর্শ দিয়েছেন কিভাবে বিধ্বংসী হয়ে ওঠা যায়। তিনি বলেন, ‘আমি যেখানেই খেলি তরুণ ক্রিকেটারদের সবসময় উৎসাহ দেয়ার চেষ্টা করি। ছক্কা হাঁকানোর সবচেয়ে বড় কৌশল হচ্ছে শক্তিশালী হওয়া। আফিফ এবং লিটনের সঙ্গে কথা হয়েছে আমার। তারা অনেক প্রতিভাবান ক্রিকেটার। লিটন যদি আরও শক্তিশালী হতে পারে তাহলে সে আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেটার হয়ে উঠবে। যেটা আপনারা চাইছেন। আফিফ সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হয়ে উঠবে। সে অনেক সপ্রতিভ। বোলিংয়ের দিক দিয়ে জানে কি করতে হবে। ব্যাটিংয়ে সব রকমের শট আছে।’
×