ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নুরেমবার্গকে হারিয়ে বেয়ার্ন দুইয়ে

প্রকাশিত: ০৬:৫৯, ১০ ডিসেম্বর ২০১৮

 নুরেমবার্গকে হারিয়ে বেয়ার্ন দুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় জয়ের স্বাদ পেয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার নিজেদের মাঠে তারা ৩-০ গোলে পরাজিত করেছে নুরেমবার্গকে। সেইসঙ্গে এক লাফে দুইধাপ ওপরে উঠে এসেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মান বুন্দেসলিগার চতুর্থ স্থান থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বেয়ার্ন মিউনিখ। যদিওবা শীর্ষে যথারীতি বরুশিয়া ডর্টমুন্ড। রবিবার পর্যন্ত বেয়ার্নের চেয়ে ৯ পয়েন্ট বেশি নিয়ে লীগ টেবিলের এক নম্বরে অবস্থান করছে বরুশিয়া ডর্টমুন্ড। বেয়ার্নের জয়ে বড় ভূমিকা রেখেছেন রবার্ট লেভানডোস্কি। নুরেমবার্গের বিপক্ষে ম্যাচে একাই দুই গোল করেন তিনি। জার্মানির শীর্ষ লীগে ৪২বার প্রতিপক্ষের জালে দুইবার করে বল জড়ানোর রেকর্ড গড়েন বেয়ার্নের এই পোলিশ স্ট্রাইকার। এই তালিকায় তার সামনে এখন গার্ড মুলার। ক্লাবটির সাবেক কিংবদন্তি এই ফুটবলার বেয়ার্নের হয়ে ৫৫বার জোড়া গোল করার রেকর্ড গড়েছিলেন। বেয়ার্নের বড় জয়ের দিনে ডর্টমুন্ড কষ্টে হারিয়েছে শালকে জিরো ফোরকে। এদিন তারা ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে শালকের মাঠ থেকে। এই জয়ের ফলেই মৌসুমের প্রথম ১৪ ম্যাচ থেকে বরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৩৬। যারা নতুন মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেনি। দ্বিতীয় স্থানে থাকা বেয়ার্ন মিউনিখের সমান সংখ্যক ম্যাচ থেকে সংগ্রহ ২৭ পয়েন্ট। তবে এক ম্যাচ কম খেলা মনশেনগ্লাডবাখের সংগ্রহ ২৬ পয়েন্ট। রবিবার স্টুটগার্টের বিপক্ষে জয় পেলে এতক্ষণে বেয়ার্ন মিউনিখকে টপকে যাওয়ার কথা তাদের।
×