ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর মডরিচের সাফল্যে প্রভাব ফেলবে না

প্রকাশিত: ০৭:০৭, ১৮ নভেম্বর ২০১৮

ব্যালন ডি’অর মডরিচের সাফল্যে প্রভাব ফেলবে না

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সবচেয়ে ভাল সময়ে আছেন লুকা মডরিচ। ক্রোয়েশিয়ার এ তারকা চলতি বছরে পেয়েছেন অসামান্য কিছু সাফল্য। সে জন্য স্বীকৃতিও জুটেছে। পেয়েছেন উয়েফা বর্ষসেরা ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এখন শুধু আরেকটি মর্যাদার স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর পাওয়াটাই বাকি। কিন্তু মডরিচ অনুধাবন করছেন, যে সাফল্য ও অর্জন ইতোমধ্যে তার ক্যারিয়ারে যোগ হয়েছে তাতে করে ব্যালন ডি’অর আর কোন বাড়তি প্রভাব ফেলবে না। মডরিচের দুর্দান্ত নৈপুণ্যে এবার ক্রোয়েশিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলেছে এবং রানার্সআপ হয়েছে। তবে ব্যক্তিগত সেরা পুরস্কারটি পেয়েছেন মডরিচ, জিতেছেন গোল্ডেন বল। সে কারণে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাও জিতেছেন। সেখানেও উদ্ভাসিত নৈপুণ্য দেখিয়েছেন এ ক্রোয়াট তারকা। এ কারণে উয়েফার বর্ষসেরা পুরস্কারটিও হাতে উঠেছে তার। এবার বাকি ব্যালন ডি’অর। সেখানেও অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি। গত একযুগে ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উভয়ে ৫ বার করে ব্যালন ডি’অর জিতেছেন। ২০০৭ সালে শুধু একবারই এর ব্যতিক্রম ঘটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা কাকা। তবে এবার মেসি-রোনাল্ডো যুগের অবসান ঘটতে চলেছে। মডরিচই ব্যালন ডি’অর জয়ের যোগ্যতম খেলোয়াড়। তার স্বতীর্থ ইডেন হ্যাজার্ডও আছেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু তিনি মনে করছেন মডরিচেরই এটা প্রাপ্য। ৩৩ বছর বয়সী এ তারকা অবশ্য মনে করছেন ব্যালন ডি’অর জেতাটাই মডরিচের ২০১৮ সালের পারফর্মেন্সকে মূল্যায়িত করবে না। তিনি বলেন, ‘দেখা যাক কি ঘটে! এরজন্য লড়াইয়ে আছি সেটাই আমার জন্য গর্বের। আমি যদি জিতে যাই তাহলে দারুণ হবে, কিন্তু ব্যত্যয় ঘটলে সেটা কোনকিছুতেই পরিবর্তন আনবে না। ব্যালন ডি’অর ছাড়া কিংবা সেটিসহ এটাই আমার ক্যারিয়ারের সেরা বছর।’ অবশ্য বিশ্বকাপের পর মডরিচের খেলোয়াড়ী জীবনটা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তার দল রিয়াল মাদ্রিদ বেশ সংগ্রাম করছে সবধরনের প্রতিযোগিতায়। স্প্যানিশ কোচ জুলেন লোপেটেগুই ১৪ ম্যাচ কোচের দায়িত্ব পালনের পর বরখাস্ত হয়েছেন। সান্তিয়াগো সোলারি স্থায়ী কোচ হিসেবে আসীন হয়েছেন। অস্থায়ী দায়িত্বে তার অধীনে সর্বশেষ ৪ ম্যাচের সবগুলোই জিতেছে মাদ্রিদ। তাই মডরিচ বলেন, ‘সোলারি আসার পর আমরা ভালভাবে শুরু করেছি। গত চার খেলায় দেখতে পাবেন তার আগমন খুবই ভাল হয়েছে। আশা করছি এভাবেই আমরা চালিয়ে যেতে পারব। দিনের পর দিন আমার অবস্থা ভালর দিকে যাচ্ছে। বিশ্বকাপের পর খুব দ্রুত ফিরেছিলাম এবং প্রাক-মৌসুম প্রস্তুতি ছাড়া নিজেকে ফিরে পাওয়াটা কঠিন হবে এটা খুবই স্বাভাবিক। তবে গত কয়েক ম্যাচে আমি শারীরিকভাবে বেশ ভাল বোধ করছি।’
×