ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মার্কিন এ্যাথলেটদের জয়জয়কার

প্রকাশিত: ০৭:১৯, ৩ অক্টোবর ২০১৮

মার্কিন এ্যাথলেটদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভায় চলছে কন্টিনেন্টাল কাপ এ্যাথলেটিক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক তারকারা তাদের জয় এনে দিয়েছে। ট্রিপল জাম্পার ক্রিশ্চিয়ান টেইলর ও স্প্রিন্টার শন মিলার-উইবো মার্কিন দলটিকে চ্যাম্পিয়ন করেন নিজ নিজ ইভেন্টে বিজয়ী করে এবং মিক্সড ৪ী৪০০ মিটার রিলেতেও জয় পায় যুক্তরাষ্ট্র। গত দুই দিনে যুক্তরাষ্ট্র ২৬২ পয়েন্ট সংগ্রহ করে। বর্তমান চ্যাম্পিয়ন ইউরোপ পেছনে পড়ে যায় ২৩৩ পয়েন্ট অর্জন করে। এশিয়া প্যাসিফিক ১৮৮ এবং আফ্রিকা ১৪২ পয়েন্ট লাভ করে। দুইবারের অলিম্পিক ও তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ট্রিপল জাম্পার টেইলর তার ইভেন্টে জয় তুলে নেন ১৭.৫৯ মিটার পেরিয়ে। শন মিলার ৪০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন। তিনি ২০০ মিটারের ট্র্যাকে জয় তুলে নেন ২২.১৬ সেকেন্ড টাইমিং গড়ে। এরপর তিনি বলেন, ‘মৌসুমের এই শেষ রেসটি বেশ কঠিন ছিল। আমরা শেষপ্রান্তে গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম এবং দীর্ঘক্ষণ অস্বস্তির মধ্যে ছিলাম। আমার বলতেই হচ্ছে যে দলগতভাবে অনুশীলন করে বেশ চাপ অনুভব করছিলাম। কিন্তু জেতার আনন্দটা অনেক বেশি অনুভব করছি এখন।’ যুক্তরাষ্ট্রের নোয়াহ লায়েলস ১০০ মিটারে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে জয় তুলে নেন। আর পোল ভল্টে স্যাম কেন্ড্রিকস ৫.৮৫ মিটার উচ্চতা পেরিয়ে জিতেছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এ তারকা বলেন, ‘যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমি অনেক ভালবাসি। কারণ, ভারটা শুধু আমার একার কাঁধে থাকে না।’ তিনি ফ্রান্সের বিখ্যাত পোল ভল্টার রেনো ল্যাভেলেনি ও কানাডার শনসি বার্বারকে হারিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘২০১৭ সালে যখন আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন থেকেই তা ধরে রাখার জন্য সচেষ্ট। কারণ যখনই আমি দ্বিতীয় স্থান নিয়ে শেষ করব, লোকজন এটাকে ব্যর্থতা হিসেবে আলোচনা করবে। শেষ পর্যন্ত আমি এখানেও জিতলাম। সারাবিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা ধরে রাখা খুব কঠিন।’ কাতারের আব্দালেলাহ হারুন ৪০০ মিটারে জিতেছেন ৪৪.৭২ সেকেন্ড সময় নিয়ে। আর বর্তমান চ্যাম্পিয়ন কেনিয়ার এলিজাহ মোতোনেই ম্যানাংগোই ১৫০০ মিটারে জয় তুলে নেন ৩ মিনিট ৪০ সেকেন্ড টাইমিংয়ে। তিনি হারিয়ে দেন পোল্যান্ডের মারসিন লেভানডোস্কি ও নরওয়ের কিশোর জ্যাকব ইঞ্জেব্রিটসেনকে। তবে এ তরুণের ভাই হেনরিক ৩০০০ মিটারে ব্রোঞ্জ লাভ করেছেন। এ ইভেন্টেও যুক্তরাষ্ট্রের পল চেলিমো ৭ মিনিট ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক লাভ করেন। রাশিয়ার সের্গেই শুবেনকোভ ২০১৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন পুরুষদের ১১০ মিটার হার্ডলসে। এখানেও তিনি ১৩.০৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। অলিম্পিক চ্যাম্পিয়ন টমাস রোহলার জ্যাভেলিনে জয় তুলে নেন ৮৭.০৭ মিটার দূরত্বে ছুড়ে। আর হাতুড়ি নিক্ষেপেও তাজিকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন দিলশোদ নাজারোভ জয় পেয়েছেন। মেয়েদের প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও তিনবার বিশ্বচ্যাম্পিয়ন কাস্টার সেমেনিয়া ৮০০ মিটারে ১ মিনিট ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। তিনি ৪০০ মিটারে একদিন আগেই জাতীয় রেকর্ড গড়েছিলেন। জ্যামাইকার স্প্রিন্টার জ্যানিয়েভ রাসেল ৪০০ মিটার হার্ডলসে জয় তুলে নিয়েছেন ৫৩.৬২ সেকেন্ডে শেষ করে। আর কেনিয়ার বিয়াট্রিস চেপকোয়েচ ৩০০০ মিটার স্টিপলচেসে আধিপত্য দেখিয়ে ৯ মিনিট ৭.৯২ সেকেন্ডে স্বর্ণপদক অর্জন করেন। লং জাম্পে কলম্বিয়ার ক্যাটেরিন ইবারগুয়েন ৬.৯৩ মিটার লাফিয়ে জয় তুলে নিয়েছেন। তিনি আগের দিন ট্রিপল জাম্পেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাশিয়ার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন মারিয়া লাসিতস্কেন মেয়েদের হাইজাম্পে স্বর্ণ এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চীনের লিজিয়াও গোং শটপূটে স্বর্ণ জিতেন।
×