ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্যাম কুরানের অভিষেক

প্রকাশিত: ০৪:৪৮, ২ জুন ২০১৮

স্যাম কুরানের অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হলো স্যাম কুরানের। শুক্রবার হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে আভিজাত্যের সাদা পোশাক গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন তিনি। উল্লেখ্য, জিম্বাবুইয়ান বংশোদ্ভূত কেভিন কুরানের ছেলে স্যাম কুরান। তার বড় ভাই টম কুরান এরই মধ্যে ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ভার্সনেই খেলছেন। যদিও এই ম্যাচে নেই তিনি। ওদিকে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে সফরকারী পাকিস্তান। লাঞ্চের পরে দলীয় ১১৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বিপাকে সরফরাজ আহমেদের দল। উল্লেখ্য, লর্ডসের প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে আছে পাকিস্তান। প্রথম টেস্টে ব্যাট ও বল হাতে তুলনামূলক ভাল পারফর্মেন্স করেছেন বেন স্টোকস। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। তাই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে স্টোকসের বিকল্প হিসেবে ডাকা হয় ১৯ বছর বয়সী স্যাম কুরানকে। শুক্রবার বাঁহাতি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডারের অভিষেকও হয়ে গেল। চলতি বছরের শুরুতে অবশ্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন স্যাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি২০ সিরিজে ডাক পেলেও খেলা হয়নি তার। চলতি মাসেই স্যাম কুরান প্রথম শ্রেুণীর ক্রিকেটে প্রথমবারের মতো ১০ উইকেট শিকার করেছেন। সারের হয়ে দুই ইনিংসে ১০১ রান দিয়ে ১০ উইকেট নেন। তার অসাধারণ বোলিংয়ে ইয়র্কশায়ার ইনিংস ও ১৭ রানে হার মানে সারের কাছে। স্যামের ১০ উইকেটের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ভারতের চেতেশ্বর পুজারাও ছিলেন। তাদের দুইবার করে আউট করেছেন স্যাম। মূলত এই পারফর্মেন্সের কারণেই ডাকা হয়েছে তাকে। স্যাম কুরানের বড় ভাই ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার টম কুমান (২৩ বছর) ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে তিন ফরমেটেই খেলেছেন। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ওয়ানডে খেলেছেন টম। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাশেজ সিরিজের শেষ দুই টেস্টেও খেলেছেন। তারা দু’জন হলেন জিম্বাবুইয়ের প্রাক্তন অলরাউন্ডার কেভিন কুরানের ছেলে। ভাইদের একই দলে খেলা ক্রিকেটে নতুন কোন ঘটনা নয়। এমন উদাহরণ আছে ভূরি ভূরি। এবার সেই উদাহরণের তালিকায় ঢুকে গেলেন টম কুরান। বড় ভাই হলেও টম কুরানের বয়স কিন্তু বেশি নয়। মাত্র ২২ পেরনো এই পেসার ইংল্যান্ড দলে খেলছেন মাস ছয়েক হলো। আর হেডিংলি টেস্ট দিয়ে তাতে নাম লেখালেন ১৯ বছর বয়সী ছোট ভাই স্যাম কুরান। দু’জনই পেস বোলিং করেন। টম ডানহাতি আর স্যাম বাঁহাতি। টম কুরান তার ছোট ভাই স্যাম কুরানের সঙ্গে কাউন্টি ক্রিকেটে একই দল সারেতে খেলেন। গত বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় টমের। এরপর থেকে সব ফরমেটে ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন এই পেসার। এবার আন্তর্জাতিক আঙ্গিনাতেও দুই ভাইয়ের একই সঙ্গে মাঠ কাঁপানোর অপেক্ষা। সেটা হয়তো খুব দ্রুতই হয়ে যাবে। স্যামকে নিয়ে আশাবাদী টেস্ট অধিনায়ক জো রুট যেমন বলেন, ‘স্যাম দারুণ প্রতিভাবান। ঘরোয়া ক্রিকেটে চমৎকার অলরাউন্ড পারফর্মেন্স করেছে। আশা করছি টেস্টেও সে ভাল করবে। ফিল্ডিংয়েও দুর্দান্ত। স্টোকসের জায়গায় পাওয়া সুযোগটা সে কাজে লাগাবে।’ স্যাম এখন মাঠে কেমন করেন সেটিই দেখার অপেক্ষা।
×