ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মান হারিয়েছে প্রিমিয়ার লীগ হকি!

প্রকাশিত: ০৪:৪৬, ২ জুন ২০১৮

মান হারিয়েছে প্রিমিয়ার লীগ হকি!

স্পোর্টস রিপোর্টার ॥ দলীয় ঐক্যের কারণেই প্রিমিয়ার লীগ হকির প্রথমপর্ব শেষে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে মোহামেডান। ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য- জানিয়েছেন মোহামেডানের খেলোয়াড়রা। ক’দিন আগে হয়ে যাওয়া ক্লাব কাপ হকিতে অংশ না নেয়ার আক্ষেপ আছে খেলোয়াড়দের মাঝে। এদিকে দীর্ঘদিন পর আয়োজিত হলেও নানান অভিযোগে প্রিমিয়ার লীগ হকি তার মান অনেকটুকুই হারিয়েছে বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা। প্রিমিয়ার লীগ হকি শুরুর আগে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল মোহামেডানের। অথচ লীগের প্রথমপর্ব শেষে টেবিলের শীর্ষে ঐতিহ্যবাহী ক্লাবটি। সুপার ফাইভ শুরুর আগে ১১ ম্যাচ পর্যন্ত অপরাজিত মোহামেডান। হারিয়েছে দুই জায়ান্ট আবাহনী ও মেরিনারকে। এককথায় ক্রিকেট-ফুটবলে নিজেদের হারিয়ে খোঁজা দলটির ঐতিহ্যে ফেরার আভাস হকিতে। চলতি মৌসুমের প্রথম ঘরোয়া টুর্নামেন্ট ছিল ক্লাব কাপ হকি। দলবদল নিয়ে ক্লাবের সঙ্গে ফেডারেশনের টানাপোড়েনে শেষ পর্যন্ত অংশ নেয়নি মোহামেডানসহ বেশ কটি ক্লাব। প্রিমিয়ার লীগে দুর্দান্ত ফলাফলের পর, ক্লাব কাপে অংশ না নেয়ার আক্ষেপ ফুটে উঠেছে খেলোয়াড়দের কণ্ঠে। এদিকে দীর্ঘদিন পর প্রিমিয়ার লীগ হকি আয়োজন করা হলেও খেলার মান আর খেলোয়াড়দের পারফর্মেন্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনটাই মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা। হকির উন্নয়নে ফেডারেশনের আন্তরিকতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। হকির উন্নয়নে ফেডারেশনের পাশাপাশি ক্লাবগুলোকেও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
×