ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইপিএল অভিষেকে উচ্ছ্বসিত নেপালী তরুণ সন্দীপ লামিচান

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ মে ২০১৮

আইপিএল অভিষেকে উচ্ছ্বসিত নেপালী তরুণ সন্দীপ লামিচান

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে যেখানে বিশ্বের অনেক নামকরা ক্রিকেটারের জায়গা হয়নি সেখানে এবারের নিলামে উঠেই আলোচনায় ছিলেন নেপালের সন্দীপ লামিচান। তরুণ এই স্পিনারকে দলে ভেড়ায় দিল্লী ডেয়ারডেভিলস। যদিও টানা ১১ ম্যাচে সেরা একাদশে জায়গা হয়নি। ৮ হারে প্লে-অফে খেলার আশা যখন শেষ হয়ে যায় তখনই শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ঐতিহাসিক সুযোগটা আসে। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। দলের হারের দিনেও তাই আলোচনায় ১৭ বছর বয়সী লামিচান। ডেয়ারডেভিলসের অনুশীলনের সঙ্গী হতে পেরে, ড্রেসিং রুম শেয়ার করেই খুশি তিনি। লামিচান জানিয়েছেন তার এই সুযোগ নেপালী ক্রিকেটের ভাগ্য বদলে দেবে, ‘আপনি একাদশে সুযোগ পান আর না পান। এই ধরনের টুর্নামেন্টের সঙ্গে থাকাটাই বড় ব্যাপার। নেপালে আমার মতো অনেক ক্রিকেটার রয়েছে। এটা হতে পারে আমার দেশের ক্রিকেটের দিন বদলের সিঁড়ি।’ দিল্লীর ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় প্রতিপক্ষ ডেয়ারডেভিলস ওপেনার পার্থিব প্যাটেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই প্রথম উইকেটটি তুলে নেন লামিচান। অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন তরুণ তুর্কি এই নেপালী। ক্লার্কের দাবি, সন্দীপের মধ্যে সম্ভাবনা আছে। সে লম্বা রেসের ঘোড়া। প্রথম ম্যাচে গুগলি করার ক্ষমতাটা দেখিয়েছেন। দিল্লী কোচ রিকি পন্টিংয়ের সান্নিধ্যে মুগ্ধ লামিচান, ‘আমি সত্যি ভাগ্যবান যে রিকির মতো একজন লিজেন্ড ক্রিকেটারের কোচিংয়ের সুযোগ পেয়েছি। দারুণ সব সাপোর্টিং স্টাফের কাছ থেকে শিক্ষা এবং ভালবাসা দুটোই পাচ্ছি। এর আগে ক্লার্কও আমাকে তার একাডেমিতে দারুণ সাহায্য করেছিলেন। যা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে। সত্যি আমি খুব খুশি।’ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন লামিচান। অনুর্ধ-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লামিচান। তারপরই ক্লার্কের নজরে পড়েন। ধারণা করা হয় তার পরামর্শেই লামিচানের মতো তরুণ এবং আনকোরা একজনকে ৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলারে দলে ভেড়ায় দিল্লী ম্যানেজমেন্ট। নেপাল এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। তবে বৃহত্তর শক্তি ভারতের আইপিএলের মধ্য দিয়ে লামিচানই যেন দেশটিকে আন্তর্জাতিক পরিম-লে পরিচিত করিয়ে দিলেন। লাসিথ মালিঙ্গা, হাসিম আমলা, মরনে মরকেলের মতো ডাকসাইটে ক্রিকেটার এবারের আইপিএল দল পাননি। সেখানে ১৭ বছর বয়সী আনকোরা নেপালী স্পিনার সন্দীপ লামিচানকে দলে ভেড়ায় দিল্লী ডেয়ারডেভিলস, হোক না সেটা ২০ লাখ রুপীর ভিত্তিমূল্যে। গত বছর বাংলাদেশে অনুর্ধ-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে তরুণ এই ডানহাতি লেগস্পিনার কেল হ্যাটট্রিকই করেননি হয়েছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আইরিশদের বিপক্ষে বিশ্বকাপে সেদিন হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছিলেন মাত্র ২৭ রানের বিনিময়ে। আসরে ৬ ম্যাচেই নিয়েছিলেন ১৪ উইকেট। এরপরই সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের নজরে আসেন লামিচান। আইপিএলে পাওয়া এই সুযোগ নেপালের ক্রিকেটেকেই যেন জাগিয়ে তুলেছেন তিনি।
×