ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চায়না কাপ, শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না গ্যারেথ বেলের, ওয়েলস ০-১ উরুগুয়ে

শততম ম্যাচে কাভানির গোল, চ্যাম্পিয়ন উরুগুয়ে

প্রকাশিত: ০৭:০৮, ২৮ মার্চ ২০১৮

শততম ম্যাচে কাভানির গোল, চ্যাম্পিয়ন উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্ন পূরণ হলো না গ্যারেথ বেলের। রিয়াল মাদ্রিদ তারকা জাতীয় দল ওয়েলসের হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু পারেননি তিনি। বরং জাতীয় দলের হয়ে নিজের শততম ম্যাচকে রাঙিয়েছেন এডিনসন কাভানি। তার করা একমাত্র গোলেই সোমবার রাতে চায়না কাপের শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। চীনের নানিংয়ের গুয়াংঝি স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে ওয়েলস ও উরুগুয়ে। ম্যাচের চতুর্থ মিনিটে গোলের সুযোগ পায় ওয়েলস। তবে গোলরক্ষক বরাবর শট করে সুযোগ হারান দলটির একজন খেলোয়াড়। ম্যাচের ১৩ মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে পা লাগাতে ব্যর্থ হন কাভানি। ৩০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বার্সিলোনা তারকা সুয়ারেজ। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে ফাঁকায় বল পান তিনি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তার নেয়া শট পোস্টে ফিরে। ম্যাচের ৩৬ মিনিটে কাভানির নেয়া শট ফিরিয়ে দেন ওয়েলস গোলরক্ষক। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই দলকে লিড এনে দেন কাভানি। ম্যাচের ৪৯ মিনিটে সহজেই বল জালে জড়ান প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এই স্ট্রাইকার। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে বেলরা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দলটি। ফলে ওয়েলসের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগস। এর আগে বৃহস্পতিবার চায়না কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনালে স্বাগতিক চীনকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল ওয়েলস। ওই ম্যাচে দলটির হয়ে হ্যাটট্রিক করেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। অন্যদিকে শুক্রবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে শক্তিশালী উরুগুয়ে। ফাইনালে ওঠার পর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিলেন বেল। ২৮ বছর বয়সী এই তারকা ফাইনালের আগে বলেছিলেন, যে কোন শিরোপা জেতার আনন্দ সবসময়ই অন্যরকম। তবে যদি সেটা জাতীয় দলের জার্সি গায়ে হয় তবে সেটা সত্যিই বিশেষ কিছু। এটা নিজের সত্তা ও রক্তের সঙ্গে মিশে থাকার অনুভূতি। এর মাধ্যমে পুরো দেশকে আমি গর্বিত করতে পারি, সেটা কোন টুর্নামেন্টই হোক অথবা ইউরো কিংবা বিশ্বকাপ। দেশের হয়ে শিরোপা জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ। ওয়েলসের হয়ে আরও কিছু সাফল্য এনে দিতে পারলে আমি নিজেকে সফল মনে করব। ইতোমধ্যে রিয়ালের হয়ে বেল ১০টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ও একটি লা লিগা শিরোপা। কিন্তু জাতীয় দলের জার্সিতে তীরে এসেও তরী ডুবিয়েছেন তিনি। কিন্তু কাভানি উরুগুয়ের হয়ে অসাধারণ মাইলফলক স্পর্শ করেছেন। ম্যাচটি ছিল তার ১০০তম ম্যাচে। এই ম্যাচেই গোল করে দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। সবমিলিয়ে ১০০ ম্যাচে কাভানির গোল ৪২টি।
×