ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কিউই ধাক্কায় থামল পাকিদের জয়রথ

প্রকাশিত: ০৬:৪৪, ৭ জানুয়ারি ২০১৮

কিউই ধাক্কায় থামল পাকিদের জয়রথ

স্পোর্টস রিপোর্টার ॥ বদলে যাওয়া পাকিস্তান সর্বশেষ ওয়ানডে হেরেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে। ফাইনালে সেই চিরশত্রুদেরই উড়িয়ে দিয়ে শিরোপা জয় থেকে শুরু করে রঙিন পোশাকে কার্যত উড়ছিল সরফরাজ আহমেদের দল। টানা ৯ জয়, শেষ ১২ ম্যাচে একটি মাত্র হারÑ এমন পরিসংখ্যান ভাবাচ্ছিল প্রতিপক্ষ কিউইদের। কিন্তু ঘরের মাটিতে দুর্দান্ত নিউজিল্যান্ড ঠিকই থামিয়ে দিল পাকিদের। ওয়েলিংটনে বৃষ্টিবৃঘিœত প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের জয় ৬১ রানের (ডি/এল) বড় ব্যবধানে। ম্যাচের নায়ক সেনাপতি কেন উইলিয়ামসনের দৃষ্টিনন্দন সেঞ্চুরির (১১৫) সৌজন্যে ৭ উইকেটে ৩১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ৩০.১ ওভারে খেলা যখন পরিত্যক্ত হয় ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬৬। নেলশনে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর চারটায় পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম সেই ম্যাচে ভারতের কাছে হারের পর টানা ৯ জয়ের পথে আরব আমিরাতে দুটি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় পাকিস্তান। এর মধ্যে লঙ্কানদের তো ‘৫-০’তে হোয়াইটওয়াশই করে সরফরাজবাহিনী। রঙিন পোশাকে দুর্বার পাকিদের সঙ্গে কিউইদের দ্বৈরথ ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দলগুলোর ধারাবাহিক ব্যর্থতাই সেই চিরায়ত প্রতিচ্ছবিটাই যেন ফুটে উঠল প্রথম ম্যাচে। বড় লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল বাজে। প্রথম ওভারে পরপর দুই বলে আজহার আলি (৬) ও বাবর আজমকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিম সাউদি। নড়বড়ে মোহাম্মদ হাফিজকে (১) বিদায় করেন অপর তারকা পেসার ট্রেন্ট বোল্ট। শোয়েব মালিকের (১৩) পাল্টা আক্রমণের চেষ্টাও ব্যর্থ করে দেন সাউদি। দুই অঙ্ক ছোঁয়ার আগে অধিনায়ক সরফরাজ আহমেদকে (৮) তুলে নেন টড এ্যাস্টল। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে সফরকারীরা তখন ভীষণ বিপদে। শীর্ষ ৬ উইকেট হারানোর পরও ফাহিম-ফখরের জুটিতে বেশ দ্রুত এগোচ্ছিল পাকিরা। কিন্তু বৃষ্টির জন্য শেষ রক্ষা করতে পারেননি, পারেনি হার এড়াতে। ৮৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৮২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফখর। সাউদি ৩ ও বোল্ট নেন ২ উইকেট। এর আগে কলিন মুনরোর (৩৫ বলে ৫৮) বিস্ফোরক ইনিংসে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসনের সঙ্গে ৭৩ রানের আরেকটি ভাল জুটি গড়েন মার্টিন গাপটিল (৪৮)। হাত খোলার আগেই এই ওপেনারকে ফেরান অনিয়মিত স্পিনার ফখর। ৬ রানের ব্যবধানে রস টেইলর (১২) ও টম লাথামকে (৩) হারানো কিউইরা এরপরও বড় স্কোর পায় উইলিয়ামসন ও হেনরি নিকোলসের ৯০ রানের জুটিতে। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেয়া উইলিয়ামসনকে দ্রুত ফেরানোর সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক সরফরাজ। ২৬ রানে জীবন পাওয়া স্বাগতিক অধিনায়ক আউট হন ১১৫ রান করে। তার ১১৭ বলের ইনিংসে ৮টি চারের পাশাপাশি ১ ছক্কায় সাজানো। ৪৩ বলে ৫০ রান করা নিকোলসকে তুলে নেন হাসান। স্কোর ॥ নিউজিল্যান্ড : ৩১৫/৭ (৫০ ওভার; গাপটিল ৪৮, মুনরো ৫৮, উইলিয়ামসন ১১৫, টেইলর ১২, লাথাম ৩, নিকোলস ৫০, স্যান্টনার ৭, সাউদি ১২*, এ্যাস্টল ০*; আমির ১/৫৭, রইস ১/৬৮, হাসান ৩/৬১, শাদাব ০/৪৯, ফাহিম ১/৫৮, ফখর ১/১৯)। পাকিস্তান : ১৬৬/৬ (৩০.১ ওভার; আজহার ৬, ফখর ৮২*, বাবর ০, হাফিজ ১, মালিক ১৩, সরফরাজ ৮, শাদাব ২৮, ফাহিম ১৭*; সাউদি ৩/২২, বোল্ট ২/৩৫, ফার্গুসন ০/৪০, স্যান্টনার ০/৩৯, এ্যাস্টল ১/২৯)। ফল : নিউজিল্যান্ড ৬১ রানে (ডি/এল) জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : উইলিয়ামসন (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।
×