ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হপম্যান কাপে কোকোর জয়

প্রকাশিত: ০৬:৩৭, ৩১ ডিসেম্বর ২০১৭

হপম্যান কাপে কোকোর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের প্রথম ম্যাচেই চমক উপহার দিলেন কোকো ভেন্ডেওয়েঘে। হপম্যান কাপের প্রথম ম্যাচেই রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারান তিনি। মহিলা এককে আমেরিকান এই টেনিস তারকা ‘বি’ গ্রুপের ম্যাচে শনিবার ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। পুরুষ এককেও দাপট দেখিয়েছে যুক্তরাষ্ট্র। জ্যাক সক ৬-৪, ১-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেন রাশিয়ার কারেন খাচানোভকে। তবে মিশ্র দ্বৈতে পেরে উঠতে পারেননি ভেন্ডেওয়েঘে এবং সক। পাভলিউচেঙ্কোভা এবং কাচানোভের কাছে এদিন ৩-৪ (৩/৫), ৪-১ এবং ৪-২ গেমে হার মানেন আমেরিকান তারকারা। এ বছরটা দারুণ কেটেছে কোকো ভেন্ডেওয়েঘের। দুর্দান্ত খেলেই দুটি গ্র্যান্ডস্লামের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেইসঙ্গে নবেম্বরে ফেড কাপের ফাইনালেও অসাধারণ খেলে তার দল। বেলারুশকে হারিয়ে শিরোপা উচ্ছ্বাসেও মাতে যুক্তরাষ্ট্রের মেয়েরা। এসব পারফর্মেন্সের কারণে হপম্যান কাপেও দারুণ আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামেন ভেন্ডেওয়েঘে। খেলছেনও দুর্দান্ত। ২৬ বছর বয়সী ভেন্ডেওয়েঘের কাছে এদিন পাত্তাই পাননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৫ নাম্বারে থাকা পাভলিউচেঙ্কোভা। ফেব্রুয়ারিতে জাতীয় স্কুল ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় স্কুল ফুটবল। শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত বাফুফে স্কুল ফুটবল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। যেখানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান বিজন বড়–য়া। সভায় সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত নেয়া হয়। টুর্নামেন্টটি ‘জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৭’ নামে হলেও অনুষ্ঠিত হবে ২০১৮ সালে। যেখানে অংশ নেবে ৫৩ জেলা স্কুল ফুটবল দল। আট জোনে বিভক্ত হয়ে খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে দুটি গ্রুপ লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে এবং সব জোনের জোনাল চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে ২টি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের বয়স যাচাই বাছাই করতে স্কুলের প্রবেশপত্র এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখা হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেয়া হবে। প্রতিটি স্কুল সর্বোচ্চ ২০ খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত করতে পারবে।
×