ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতের সামনে ২১৬ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০১:২৯, ১৭ ডিসেম্বর ২০১৭

ভারতের সামনে ২১৬ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক ॥ বিশাখাপাটনমে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ভারতের সামনে ২১৬ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা । টসে হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৪৪.৫ ওভারে ২১৫ রারে গুটিয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি রান করেন উপল থারাঙ্গা। ৯৫ রান করে আউট হয় এই ব্যাটসম্যান। ভারতের পক্ষে তিনটি করে উইকেট পেয়েছেন কুলদিপ যাদব ও চাহাল। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ধর্মশালায় শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে সিরিজে ফিরে এসেছে ভারত। দ্বিতীয় ওডিআই ম্যাচে মোহালিতে রোহিত শর্মার ঝোড় দ্বিশতরানের উপর নির্ভর করে শ্রীলঙ্কাকে টিম ইন্ডিয়া হারিয়ে দেয় ১৪১ রানে। এই পরিস্থিতিতে তৃতীয় ওডিআই ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে দুই দল। ওডিআই সিরিজ জিততে হলে শ্রীলঙ্কার দেওয়া ২১৬ রান তাড়া করে জিততে হবে ভারতকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×