ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ‘বিশেষ শিশু-কিশোরদের’ ক্রীড়া

প্রকাশিত: ০৫:৩৬, ৬ ডিসেম্বর ২০১৭

ওয়ালটন ‘বিশেষ শিশু-কিশোরদের’ ক্রীড়া

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব’ মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয়দিনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে এনএএসপিডি ৩-১ গোলে সুইড বাংলাদেশকে হারায়। এদিন ফুটবল ছাড়াও ১৫ ক্যাটাগরির ৪২ ইভেন্টের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয়া ২০০ বিশেষ শিশু-কিশোরদেরও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×