ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি 

প্রকাশিত: ১৫:৪৩, ১ মে ২০২৪

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ২৯টি দোকান

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খাগড়াছড়ি শহরের শান্তিনগরে আগুনে পুড়ে গেছে ২৯ টি দোকান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগরের জাফর তালুকদার মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পোড়া দোকান গুলোর মধ্যে ওয়ার্কশপ, মোটরপার্টস, ব্যাটারীর সার্ভিস ও কুলিংকর্ণার ছিল। 

এছাড়া ওয়ার্কশপের সামনে থাকা দুইটি ট্রাক্টরও পুড়ে যায়। প্রাথমিক ভাবে  আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। 

মার্কেট মালিক জাফর তালুকদার বলেন, আগুনে ২৭ টি প্লটের সব পুড়ে গেছে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয় বলে জানান তিনি। 

খাগড়াছড়ি ফায়ার ব্রিগেড এর ৫ টি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন তাৎক্ষণিকভাবে আগুম লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে ২৯টি দোকান পুড়ে গেছে তবে কোন হতাহতের ঘটনা নেই। 

 এসআর

×