ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স শুরু রবিবার

প্রকাশিত: ০৬:২০, ৪ নভেম্বর ২০১৭

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স শুরু রবিবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রবিবার ও সোমবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ৯টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রতিযোগিতা উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর, সহ-সভাপতি ফারুকুল ইসলাম, শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), যুগ্ম-সম্পাদক ফরিদ খান চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩৩তম এই আসরে ৬৪ জেলা, ৮ বিভাগ, শিক্ষা বোর্ড, বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ এ্যাথলেট এবং ১২০ কর্মকর্তা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় ৪ গ্রুপে ৩৩ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
×