ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

একমাত্র টি২০তে ৯ উইকেটের হার কোহলিদের

লুইস ঝড়ে উড়ে গেল ভারত

প্রকাশিত: ০৬:৫১, ১১ জুলাই ২০১৭

লুইস ঝড়ে উড়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ এক বছরেরও বেশি সময় পর দলে ফেরায় আগ্রহের কেন্দ্রে ছিলেন ক্রিস গেইল। মাত্র ১৮ রান করে আউট হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য, এরপরও ভারতের বিপক্ষে একমাত্র টি২০ওতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৯০ রান টপকে। তাও আবার ২ ওভার ৩ বল ও ৯ উইকেট হাতে রেখে! জ্যামাইকার স্যাবাইনা পার্কে আসলে ঝড় তুলেছেন গেইলের ওপেনিংসঙ্গী এভিন লুইস। মাত্র ৬২ বলে অপরাজিত ১২৫ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী ত্রিনিদাদিয়ান। টি২০তে উইন্ডিজের হয়ে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। অন্যদিকে শেষ ম্যাচের ফয়সালায় কোনোমতে ওয়ানডে সিরিজ জিতলেও টি২০তে এমন হারে হতাশ কোহলি সতীর্থদের ধুয়ে দিয়েছেন, ‘এত বাজে খেলার পর আমাদের জেতার কোনো অধিকার নেই!’ বলেন ভারত কাপ্তান। ব্যাটিংয়ে ভারতের শুরুটা ছিল আশাজাগানিয়া। ওপেনিংয়ে নেমে অধিনায়ক কোহলি ২৭ বলে ৩৯ আর শিখর ধাওয়ানের ১২ বলে ২৩ রানে বড় সংগ্রহের ভিত পায় অতিথিরা। ৭ বছর পর টি২০তে ফেরা দিনেশ কার্তিক করেন ৪৮ রান। এরপর ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের দ্রুত বিদায়ে চাপে পড়ে ভারত। শেষের দিকে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ৬ উইকেটে ১৯০ রানের স্কোর। রান তাড়ায় দীর্ঘদিন পর দেশের হয়ে খেলতে নেমে জ্বলে উঠতে পারেননি গেইল। এক ছক্কা ও এক চারে ফেরেন ১৮ রান করে। তবে লুইসের বিস্ফোরক ব্যাটিংয়ে তার কোন প্রভাব পড়েনি। ৮.২ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভেঙ্গে গেইলের ফেরার সময় স্কোর ৮২/১! লুইসের সঙ্গী হন আরেক হার্ডহিটার মারলন স্যামুয়েলস। তিনি দারুণভাবেই সঙ্গ দিয়েছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটিতে স্যামুয়েলসের অবদান ৩৬ রানের। আর লুইসের মহাকাব্যিক ইনিংসের কথা আলাদা করে না বললেই নয়। ৬২ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংসে ৬ চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন ১২টি! ফল ৯ বল ও ৯ উইকেট হাতে রেখে জয়। ঘরের মাটিতে টি২০তে এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের সেরা ছিল ২০১৪ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে, ১৫৩। লুইসের ১২৫ রান তার ক্যারিয়ার সেরা তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের হয়েও এটা টি২০তে সর্বোচ্চ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইলের ১১৭ রানই ছিল ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সেরা। আবারও যেন প্রমাণ হয়ে গেল, আর যাই হোক টি২০তে ওয়েস্ট ইন্ডিজই সেরা! বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সঙ্গে দুর্দান্ত বোলিং কম্বিনেশন নিয়েও মুখ থুবড়ে পড়ল ভারত! একা হাতে বিধ্বংসী ব্যাটিংয়ে কোহলিদের স্রেফ উড়িয়ে দিলেন ওয়ানডে সিরিজের অনুজ্জ্বল বাঁহাতি ওপেনার এভিন লুইস। বিরক্ত কোহিল বলেন, ‘আমরা আরও ২৫-৩০ রান বেশি করতে পারতাম। ২৩০ রানের টার্গেট ছিল। ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। টি২০তে এগুলো কাজে লাগাতে না পারলে আমাদের আসলে জেতার অধিকার নেই!’
×