ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবসর জীবন উপভোগ্য করতে চান বোল্ট

প্রকাশিত: ০৬:০০, ১১ জুন ২০১৭

অবসর জীবন উপভোগ্য করতে চান বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ অবসর নেয়ার সময় ঘনিয়ে আসছে। আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগত থেকে বিদায় নেবেন জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট। এই অবসরের পর জীবনকে উপভোগ করতে চান সর্বকালের সবচেয়ে গতিধর এ মানব। টোকিওতে ২০২০ সালের অলিম্পিকে অংশ নেয়া হবে না এ কিংবদন্তির। কিন্তু সেখানে দর্শক হিসেবে থেকে সবগুলো ইভেন্ট উপভোগ করবেন। আর অবসর নেয়ার আগে ঘরের মাটিতে আসন্ন রেসের মাধ্যমে একটা আনন্দ আয়োজন করতে চান। কিংস্টন জাতীয় স্টেডিয়ামে কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে কিংস্টন মিট। ২৮ জুন অস্ট্রাভায় এবং মোনাকোয় ২১ জুলাই আরও দুটি মিটে অংশ নেবেন বোল্ট। মূলত অবসর নেয়ার আগে শেষ মুহূর্তে ভক্তদের কিছুটা আনন্দ দেয়ার ইচ্ছা তার। একইসঙ্গে দীর্ঘদিন যে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বিচরণ করেছেন সেখানে শেষবারের মতো উপভোগ করতে চান রেসগুলো। এরপর ৪ থেকে ১৩ আগস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস। ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান। এ বিষয়ে বোল্ট বলেন, ‘আমার জন্য বলার বিষয় হচ্ছে যে আমি নিশ্চিতভাবেই দর্শকদের মিস করতে যাচ্ছি। আমি দর্শকদের সামনে ক্রীড়ায় ব্যস্ত থাকতে পছন্দ করি, বিষয়টা আমার কাছে উপভোগ্য এবং অনেক মানসিক শান্তি পাই। আর এই বিষয়গুলোই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে মিস করতে যাচ্ছি।’ কিংস্টন হচ্ছে সেই ভেন্যু যেখানে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু হয়েছিল বোল্টের। মাত্র ১৫ বছর বয়সে বিশ্ব জুনিয়র গেমসে অংশ নিয়েছিলেন। জ্যামাইকাকে বলা হয়ে থাকে স্প্রিন্ট জগতের রাজধানী। সেখানেই বেড়ে উঠেছেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘সর্বশেষবার যখন আমি ঘরের দর্শকদের সামনে দৌড়েছিলাম আমার মনে আছে চিৎকারটা খুবই উচ্চকিত ছিল।’ ২০১৩ সালের পর থেকে আর কোন ব্যক্তিগত রেসে হারেননি বোল্ট। এ বছর যে কয়েকটি রেসেই দৌড়াবেন সেটা প্রতিপক্ষের বিরুদ্ধে শুধু জয়টাকে অব্যাহত রাখার জন্যই। কিন্তু নিজের গড়া বিশ্বরেকর্ডগুলোকে পেছনে ফেলার তেমন কোন প্রচেষ্টা নাই। পরের অলিম্পিকে ২০২০ সালে টোকিওতে রেসে অংশ নেয়া হবে না। কিন্তু উপভোগ করার জন্য থাকবেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মৌসুমটা আমার ভক্তদের জন্য। মানুষজন আমাকে রেকর্ড ভাঙ্গতে দেখতে চায়। কিন্তু এ মৌসুমে আমার কোন কারণ নেই বিশ্বরেকর্ড ভাঙ্গার। আমি শুধু জিতে শেষ করতে চাই। আমার ধারণা আমি কিংবদন্তি। আমার মনে হয় টোকিওতে দারুণ উষ্ণ এক অভ্যর্থনা জানানো হবে।’ পাইওনিয়ার ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ চলছে পাইওনিয়ার ফুটবলের সুপার লীগের খেলা। শনিবার আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ২-০ গোলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে (ম্যাচসেরা বিজয়ী দলের জয়) হারায়। গ্রিন ওয়েলফেয়ার সেন্টার ২-২ গোলে ড্র করে ফেনী স্পোর্ট একাডেমির সঙ্গে (ম্যাচসেরা ফেনীর জসমিউদ্দিন জুয়েল)। এছাড়া কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে চাঁদপুর কিশোর ফুটবল ক্লাবের সঙ্গে (ম্যাচসেরা চাঁদপুরের সবুজ)। অপর ম্যাচে ওয়াজেদ মিয়া ক্রীড়াচক্র ৩-০ গোলে হারায় বিক্রমপুর একাদশকে (ম্যাচসেরা বিজয়ী দলের তাহসিন)।
×