ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে হ্যালেপ-সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৬:৩৮, ৫ মে ২০১৬

মাদ্রিদে হ্যালেপ-সিবুলকোভার  জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিমোনা হ্যালেপ এবং ডোমিনিকা সিবুলকোভা। মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে রোমানিয়ার হ্যালেপ খুব সহজেই হারিয়েছেন ইতালির কারিন ন্যাপকে। আর সেøাভাকিয়ার সিবুলকোভা কষ্টার্জিত জয় পেয়েছেন ফ্রান্সের ক্যারোলিনা গার্সিয়ার বিপক্ষে। এছাড়াও দারুণ জয়ে মাদ্রিদ ওপেনের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার এবং রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। তবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন পাভলিউচেঙ্কোভারই স্বদেশী একাটেরিনা মাকারোভা। দুই বছর আগে স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন সিমোনা হ্যালেপ। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে সেবার রাশিয়ান তারকা মারিয়া শারাপোভার কাছে তিন সেটের নাটকীয় ম্যাচে হেরে যান তিনি। মাঝের সময়টাও খুব ভাল কাটেনি তার। কিন্তু এবার অনেক বড় স্বপ্ন নিয়েই মাদ্রিদে ফিরেছেন হ্যালেপ। তবে দ্বিতীয় রাউন্ডে জয়টা খুব সহজেই পেয়েছেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই। সিমোনা হ্যালেপ এদিন ৬-১ ও ৬-১ সেটে উড়িয়ে দেন কারিন ন্যাপকে। ইতালিয়ান খেলোয়াড়ের বিপক্ষে এমন অনায়াস জয়ের পর দারুণ উচ্ছ্বাসিত হ্যালেপ। সেইসঙ্গে স্বস্তিও পেয়েছেন তিনি। তবে প্রতিপক্ষ কারিন ন্যাপ গত সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। যে কারণে অস্ত্রোপচার করতে হয় তাকে। সেজন্য এখনও পুরোপুরি ফিট নন তিনি। তাই ন্যাপের বিপক্ষে জয় পেলেও ইতালিয়ান খেলোয়াড়ের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে মোটেও ভুল করেননি হ্যালেপ। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোমানিয়ান তারকা বলেন, ‘আমাদের মোটেই ভুলে যাওয়া উচিত হবে না যে, তার হাঁটুতে সার্জারি করা হয়েছিল। আর সেই ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হয়েই কোর্টে নামেন তিনি। যে কারণে এটি তার সেরা দিন ছিল না।’ তবে হ্যালেপ যে কোর্টে ভাল পারফর্ম করছেন সেটাও স্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মাদ্রিদে এখনও ভাল টেনিস খেলছি এবং আশাকরি পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। প্রতিদিনই আগের চেয়ে আরও ভাল পারফর্ম করার চেষ্টা করি আমি। আমিও প্রমাণ করতে চাই যে টেনিস কোর্টে কতটা ভাল। সেজন্য এই মুহূর্তে আমার জয়ের বিকল্প নেই। এই মুহূর্তে আমার স্বস্তির প্রয়োজন।’ তৃতীয় রাউন্ডে সিমোনা হ্যালেপের প্রতিপক্ষ এখন দশম বাছাই টিমিয়া বাসিনস্কি। সুইজারল্যান্ডের এই টেনিস তারকা একাটেরিনা মাকারোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। দ্বিতীয় পর্বে বাসিনস্কি ৬-৪, ৫-৭ এবং ৬-৪ সেটে পরাজিত করেন মাকারোভাকে। বাসিনস্কির বিপক্ষে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিলেন হ্যালেপ। যার দুটিতেই জয়ের স্বাদ পান তিনি। কিন্তু শেষ লড়াইয়ে হেরেছিলেন এই রোমানিয়ান। চলতি মৌসুমেরই প্রথমদিকে মিয়ামি ওপেনে বাসিনস্কির কাছে হেরে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছিলেন তিনি। যে কারণে এবারের লড়াইটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন হ্যালেপ, ‘এটা খুব কঠিন হবে, নিশ্চিতভাবেই বলা যায় যে জমজমাট লড়াই হবে। তবে আমি কোর্টে স্বাভাবিক থেকেই লড়াই করব। চেষ্টা থাকবে আমার নিজের সেরাটা ঢেলে দেয়ার। এই টুর্নামেন্টটা আমার জন্য খুব ভাল। এখানকার চারপাশের মানুষই আমার সংশ্লিষ্ট। তাই মানসিক এবং শারীরিকভাবে এগিয়ে থেকেই কোর্টে নামবো।’ দ্বিতীয় পর্বের অন্য ম্যাচে সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা ০-৬, ৬-৩ এবং ৬-৪ সেটে হারান ক্যারোলিনা গার্সিয়াকে। তবে কোর্টেই নামতে হয়নি এদিন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। টুর্নামেন্টের ১১তম বাছাই চেকপ্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে ওয়াকওভারে জয় পান স্টোসার। গত সপ্তাহেই প্রাগ ওপেনের শিরোপা জিতেছিলেন সাফারোভা। কিন্তু চোটের কারণে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে সরে দাঁড়াতে হলো তাকে। এছাড়া স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারো হারান জার্মানির সাবিনে লিসিকিকে। এদিন অষ্টম বাছাই নাভারো ৬-৩ এবং ৬-২ সেটে পরাজিত করেন জার্মান তারকা লিসিকিকে।
×