ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মার্সেল ক্লাব কাপ হকি আজ শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ এপ্রিল ২০১৬

মার্সেল ক্লাব কাপ হকি আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ পাক্কা দুই মৌসুম পর আবারও শুরু হচ্ছে ক্লাব কাপ হকির আসর। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে ‘মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্ট।’ এই প্রতিযোগিতা চলবে ৯ মে পর্যন্ত। এই টুর্নামেন্টে ৯টি দল অংশ নেবে। দুটি গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ৯ মে শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নেবে। দুপুর পোনে ৩টায় উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হবে মোহামেডান বনাম সোনালী ব্যাংক। দ্বিতীয় ম্যাচে সোয়া ৪টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী বনাম ওয়ারী ক্লাব। চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার্সআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেলের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। ‘ক’ গ্রুপে রয়েছে উষা ক্রীড়াচক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপে আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ এবং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। এ উপলক্ষে রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। মেরিনারের কোচ জেরহার্ড পিটার ॥ এবার বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হয়ে নয়, ঢাকা মেরিনার্স ইয়াংসের কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন জেরহার্ড পিটার। এই জার্মান কোচকে রবিবার ক্লাব প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। দলকে শক্তিশালী করতে পিটার স্বদেশী এক খেলোয়াড়ও সঙ্গে নিয়ে এসেছেন। ফরোয়ার্ড ডাম্রোস্কি নিকোলাই হেইঞ্চ। এছাড়া এসেছেন দুই কেনিয়ান গোলরক্ষক লিনাস কিমকেমবই (আফ্রিকার সেরা গোলরক্ষক) এবং মিডফিল্ডার ওকিও উইলস। এছাড়া ২৭ এপ্রিল আসবেন দুই মালয়েশিয়ান ভাই মিডফিল্ডার জিওয়া মোহন এবং জীবন মোহন। প্রিমিয়ার লীগের দলবদলে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে মেরিনার্স। দলে রয়েছেন হালের ড্র্যাগ এ্যান্ড ফ্লিক বিশেষজ্ঞ হিসেবে আলোড়ন তোলা মোহাম্মদ আশরাফুল ও একাধিক অভিজ্ঞ খেলোয়াড়। অধিনায়ক করা হয়েছে মামুনুর রহমান চয়নকে। ২০ সদস্যের বাকি খেলোয়াড়রা হচ্ছেন : কৌশিক, রিমন, রাব্বি, সবুজ, শিশির, আরশাদ, মহসিন, তপু, আকিব, পারভেজ, প্রশান্ত, রুপ ও ইমন। মেরিনার ক্লাবের সাধারণ সম্পাদক রানা হাসান বলেন, ‘কোচ পিটার আসার আগে চয়নের অধীনে দলের খেলোয়াড়রা অনুশীলন করেছে। দলগঠনের বাজেট প্রায় ৬০ লাখ টাকা। আর কোচিং স্টাফ আনার ব্যয় ২৬ হাজার ডলার। ‘আবার বাংলাদেশে এসে আমি খুব খুশি’Ñ মুখে হাসি ছড়িয়ে ভাঙ্গা বাংলায় বললেন পিটার। আপাতত এক মৌসুমের জন্য পিটারকে কোচ করে এনেছে মেরিনার। কখনও ক্লাব কাপ জিততে না পারা (১৯৯০ ও ২০১০ আসরে রানার্সআপ) দলটি জার্মান এই কোচের হাত ধরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। সংবাদ সম্মেলনে দল ও কোচকে পরিচয় করিয়ে দেয়ার পর সেই প্রত্যাশার কথাও জানান দলটির কর্মকর্তারা। নিজ দলের প্রতি আস্থা থাকলেও ঘরোয়া হকির দল মোহামেডান, ঊষাকে সমীহ করছেন পিটার, ‘সবাই শিরোপা জিততে চায়। আমিও চাই। ছেলেদের মধ্যে এটা জয়ের মানসিকতা তৈরি করে দিতে হবে। তবে আমিও জানি, কাজটা কঠিন হবে।’ পিটার ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হকি কোচ হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০১০ সালে এসএ গেমসে তার অধীনে বাংলাদেশ তাম্রপদক জয় করে। জাতীয় দল ছাড়াও তিনি এর আগে ঢাকা মোহামেডানেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি প্রথম বিদেশী হিসেবে ভারতীয় জাতীয় হকি দলের কোচ হয়েছিলেন। তবে সেখানে তিনি কাজ করেছিলেন মাত্র পাঁচ মাস! আসন্ন প্রিমিয়ার হকি লীগকে সামনে রেখে বেশ কটি ক্লাব নতুন জার্সি উম্মোচন করছে। এদের মধ্যে আজ সকাল সাড়ে ১১টায় আবাহনী ক্লাবের কনফারেন্স রুমে আবাহনী এবং দুপুর তিনটায় মেরিনার ইয়াংস ক্লাবে দলের জার্সি উম্মোচন করা হবে। আবাহনীর স্পন্সর ইপিলিয়ন গ্রুপ ॥ নতুন হকি মৌসুমে আবাহনী হকি দলের স্পন্সর হয়েছে ইপিলিয়ন গ্রুপ। রবিবার ধানম-ি ক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় ক্লাবটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাহনীর পরিচালক আবদুস সাদেক, ইপিলিয়ন গ্রুপের পরিচালক নাজমুল আহসান, আবাহনী হকি সম্পাদক আহসানুল ইসলাম টিটু ও কোচ মাহবুব হারুন। আবাহনী হকি দলের জার্সিতে শোভা পাবে ইপিলিয়ন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড সেইলরের নাম।
×