ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডকে মরিনহোর ৬ পাতার চিঠি

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জানুয়ারি ২০১৬

ইউনাইটেডকে মরিনহোর ৬ পাতার চিঠি

স্পোর্টস রিপোর্টার ॥ গত ডিসেম্বর থেকে চাকরি নেই জোশে মরিনহোর। দলের বাজে পারফর্মেন্সের কারণে মৌসুমের মাঝপথেই স্পেশাল ওয়ানকে বরখাস্ত করেছে চেলসি। এই মুহূর্তে বেকার অবস্থাতেই দিন কাটছে তার। তবে চাকরি পাওয়ার জন্য যে মরিয়া সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ কোচ তার প্রমাণ দিল ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তারা এক প্রতিবেদনে জানিয়েছে, মরিনহো নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি পেতে ছয় পাতার এক বিশাল আবেদনপত্র পাঠিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে। ইংলিশ ফুটবলের সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু বর্তমানে বাজে সময় কাটছে তাদের। শনিবারও ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে সাউদাম্পটনের কাছে হেরেছে রেড ডেভিলরা। দলের পারফর্মেন্সে বিরক্ত ইউনাইটেড সমর্থকরা আরও একবার দুয়ো দিয়ে লুইস ভ্যান গালের ওপর তাদের বিরক্তির কথা জানিয়ে দিয়েছেন। আর এমন সময়ই ইন্ডিপেনডেন্ট প্রকাশিত মরিনহোর খবর নতুন করে আলোড়ন সৃষ্টি করে। ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের নীতি নির্ধারকদের উদ্দেশে লেখা ৬ পাতার এই আবেদনপত্রে ম্যানচেস্টার ইউনাইটেডকে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বলেছেন মরিনহো। এর পাশাপাশি চাকরি পেলে ইউনাইটেডের নির্দিষ্ট নীতিমালা মেনে চলার ব্যাপারেও মরিনহো নাকি দায়বদ্ধতার কথা বলেছেন। ২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সরে দাঁড়ান স্যার এ্যালেক্স ফার্গুসন। আর কিংবদন্তি ফার্গুসনের বিদায়ের পর থেকেই মরিনহোর নামটি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে কানাঘুষার মধ্যে আছে। দুইবার চেলসির কোচ হিসেবে ইংলিশ ফুটবলে দায়িত্ব পালন করা মরিনহো বিশ্বের অসামান্য কীর্তি গড়া কোচদের একজন, যিনি দুটি ভিন্ন ভিন্ন লীগের ক্লাবকে চ্যাম্পিয়নস লীগ শিরোপা উপহার দিয়েছেন। তবে মরিনহোর প্রতিনিধি হোর্হে মেন্ডেস এই চিঠির বিষয়টি উড়িয়ে দিয়েছেন। কিন্তু ইউনাইটেড ডাগ আউটে মরিনহোকে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে কবে থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যেতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। কিন্তু বেকার সময়টাতেও যে নিজেকে উপভোগ করছেন মরিনহো তার আর বলার অপেক্ষা রাখে না। ফুটবল থেকে দূরে থাকলেও আলোচনায় আছেন ঠিকই। দুইদিন আগে আলোচনায় আসেন একটা ভিডিওচিত্র দিয়ে। না, কোন কোচিংয়ের পরামর্শ জাতীয় ভিডিও নয়। পর্তুগীজ কোচ ভিডিওচিত্রটি বানিয়েছেন রীতিমতো রাজনৈতিক উদ্দেশ্যে। রবিবার শুরু হয় পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনেই প্রার্থী মার্সেলো রেবেলো দে সোসার প্রতি সমর্থন জানিয়ে ভিডিওবার্তা পাঠান মরিনহো। ভিডিওচিত্রে মার্সেলোকে ‘ক্যারিশম্যাটিক’ জানিয়ে মরিনহো বলেন, ‘এই প্রথম কোন প্রার্থীকে সবার সামনে সমর্থন জানাচ্ছি। কারণ আমি মনে করি পর্তুগালের উচিত সঠিক সিদ্ধান্ত নেয়া, অন্য যে কোন সময়ের চেয়ে বেশি দরকার এটি।’ কোচ হিসেবে সফলদের একজন মরিনহো।
×