ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মাস্কেও রঙ

প্রকাশিত: ০২:০৪, ১৪ এপ্রিল ২০২২

মাস্কেও রঙ

মাস্ক এখন সবার সঙ্গী। অনেক দেশের মানুষই দূষণ থেকে নিজেকে রক্ষা করতে মাস্ক পরেন বহু আগে থেকেই। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমন রোধে এর ব্যবহার বাধ্যতামূলক করেছে। তাই মাস্ক এখন ফ্যাশনের অনুষঙ্গে পরিণত হয়েছে। বয়স অনুযায়ী রয়েছে নানা ধরনের আকর্ষণীয় মাস্ক। ফ্যাশনে জায়গা করে নিয়েছে বিচিত্র এসব মাস্ক। রং-বেরঙের বিভিন্ন মাস্কের গুণগত মান ও দামে পার্থক্য আছে। মাস্ক কেনার আগে ভাবতে হবে সেটা আপনাকে কতটুকু সুরক্ষা দিতে পারবে। কারণ সব ধরনের মাস্ক সুরক্ষা দিতে পারে না। এখন সবাই ওয়েডিং ড্রেসসহ যে কোন পোশাকেই মাস্ক ব্যবহার করছেন। শুধু মডেলরাই নন, সাধারণ মানুষও ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ফ্যাশনেবল মাস্ক ব্যবহার করছেন। ফ্যাশন ডিজাইনাররা বর্তমানে কটন প্রিন্টেড মাস্কের পাশাপাশি এনেছেন সিল্কের মাস্কও। জমকালো জামা-কাপড়ের সঙ্গে মানানসই সিল্কের মাস্ক একদিকে যেমন নতুনত্বের স্বাদ দেবে পাশাপাশি দেবে সুরক্ষাও। বর্তমানে অনেকেই পছন্দ করছেন সুতির মাস্ক। সাধারণত চীন বা জাপান থেকে বাংলাদেশে মাস্ক আসে। তবে দেশী কাপড়ের মাস্কের চাহিদাও এখন ব্যাপক। অনেকে অনলাইনেও বিভিন্ন নকশা ও মেটেরিয়ালের মাস্ক বিক্রি করছেন। তেমনই একজন হলেন শাহিদা আক্তার। সুঁই-সুতো দিয়ে নানারকম ডিজাইন ফুটিয়ে তুলেন তিনি মাস্কে। নানা রঙের কাপড়ের মাস্কের ওপর বাহারি ডিজাইনের হাতের কাজ করা এ মাস্কগুলোর গ্রহণযোগ্যতাও অনেক, বলে জানান তিনি। শিশুদের জন্যও রয়েছে বিচিত্র মাস্ক। রুচিশীল অভিভাবকরা ছোটদের জন্য বেছে নিতে পারেন কালারফুল ফ্যাশনাবল মাস্ক। বিভিন্ন ধরনের গ্রাফিক্স, কার্টুন ও প্রাণীর ছবি সংবলিত মাস্ক। যা বাজারে এনেছে ইতালিয়ান এক ফ্যাশন হাউস। বর্তমানে রাস্তায়, ফুটপাথে, বিভিন্ন অনলাইন শপে মাস্ক বিক্রি হচ্ছে। ফার্মেসিতেও মিলছে নানা ধরনের মাস্ক। ড্রেসের সঙ্গে ম্যাচিং মাস্ক সৌন্দর্যে এনে দেয় ভিন্নতা। এ কারনে মাস্ক বর্তমানে ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। ফ্যাশন ডেস্ক
×