ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাউফলে হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে লড়বেন নারী

প্রকাশিত: ০৬:০২, ১১ ডিসেম্বর ২০১৮

বাউফলে হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে লড়বেন নারী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ ডিসেম্বর ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা আলম। বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের সহধর্মিণী তিনি। আইনী জটিলতায় সহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে এই আশঙ্কায় সালমা আলমকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। অপর দিকে এ আসনে নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ। এর আগে তিনি এ আসন থেকে ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী-২ বাউফল আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৮ শ’ ৫৮ জন। বরাবরই এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ২০০১ সালে এ আসন থেকে সহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন। এবার তার সহধর্মিণীকে মনোনয়ন দেয়া হয়েছে। যদিও রাজনীতিতে তিনি একেবারেই নতুন। তার স্বামী সহিদুল আলম তালুকদার একসময় বিএনপির মূল ধারার বাইরে অবস্থান নেয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি একজন হেভিওয়েট প্রার্থী। তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে সালমা আলম কেমন ফলাফল করবেন এ নিয়েও ভোটারদের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। উপজেলা বিএনপির কয়েকজন সিনিয়ার নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সহিদুল আলম তালুকদার এমপি নির্বাচিত হওয়ার পর, দুবছর পর্যন্ত ভাল ছিলেন।
×