ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানবকল্যাণে এগিয়ে আসতে হবে ॥ গবর্নর

প্রকাশিত: ০৫:০৮, ১১ নভেম্বর ২০১৪

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানবকল্যাণে এগিয়ে আসতে হবে ॥ গবর্নর

গত ৯ নবেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট আয়োজিত চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ ব্যাংকের গবর্নর আতিউর রহমান বলেন, ১৯৪৬ সালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করছে। ১০০ শয্যার মাধ্যমে শুরু করে হাসপাতালটি এখন ২৩০০ শয্যার ধারণক্ষমতা নিয়ে দেশের সর্ববৃহৎ এই হাসপাতালটি আপামর জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে। এই হাসপাতালেরই একটি বিশেষায়িত ইউনিট ‘জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ দেশের অগ্নিদগ্ধ রোগীদের নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করছে। পর্যাপ্ত প্রয়োজনীয় ও আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি না থাকায় অনেক সময়ই হয়তো তাদের পক্ষে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হয়ে ওঠে না। বাংলাদেশ ব্যাংকের দৃষ্টান্ত অনুসরণ করে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও তাদের সিএসআর কার্যক্রমের আওতায় এ ধরনের প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং মানবকল্যাণমূলক ব্যাংকিং কার্যক্রমের দিকে আগামীতে তারা আরও যতœশীল ও মনোযোগী হবে বলে প্রত্যাশা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী। -বিজ্ঞপ্তি
×