ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

লাইভে এসে ক্ষমা চাইলেন হিরো আলম

প্রকাশিত: ২০:৩৭, ৮ আগস্ট ২০২৩

লাইভে এসে ক্ষমা চাইলেন হিরো আলম

হিরো আলম।

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে মামলা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে কিছু কথা বলাতে বিএনপির অনেকে রাগ করেছে। আমি কাউকে কষ্ট দেয়ার জন্য বা ছোট করার জন্য কিছু বলি নাই। তার পরেও কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ভুলের উর্দ্ধে কেউ না।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২ টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, রুহুল কবির রিজভী স্যারের বিরুদ্ধে মামলা করেছি। তিনি আমাকে অর্ধশিক্ষিত ও অর্ধ পাগাল বলেছে। তার বিরুদ্ধে মামলা করায় বিএনপির অনেকে রাগ করেছে। এছাড়া উদাহরণ হিসেবে কিছু কথা বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে। আমি বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এইট পাশ। এটা রিজভী স্যারের বক্তব্যের প্রতিক্রিয়ায় উদাহরণ হিসেবে বলেছি। এই বিষয়ে কেউ কষ্ট পেলে ক্ষামা দৃষ্টিতে দেখবেন। কাউকে কষ্ট দেয়া বা ছোট করার জন্য আমি এই কথা বলি নাই। আমাকে ক্ষামা দৃষ্টিতে দেখবেন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×