ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদ যাত্রায় কমলাপুর রেলস্টেশন ঢিলেঢালা  

প্রকাশিত: ১৫:০৮, ১০ এপ্রিল ২০২৪; আপডেট: ১৫:০৯, ১০ এপ্রিল ২০২৪

ঈদ যাত্রায় কমলাপুর রেলস্টেশন ঢিলেঢালা  

কমলাপুর স্টেশন

ঈদ-উল-ফিতরের ছুটির শেষ দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢিলেঢালা অবস্থা। যাত্রীর চাপ কম। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদযাত্রা একদিন বাড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। 

বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর ধরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঈদযাত্রার টিকিট বিক্রি হয়েছে। করেছিল রেলওয়ে। তবে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও ঈদযাত্রায় ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে। ঈদযাত্রায় বুধবারের ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে সংগ্রহ করা গেলেও যাত্রী সঙ্কট দেখা দেয়। সকালে কমলাপুরে স্টেশনে প্রবেশ মুখে টিকিট চেক করার কারণে কিছুটা জটলা দেখা দেয়। কিন্তু প্লাটফর্মের ভেতর যাত্রীর চাপ নেই। ছেড়ে যাওয়া চট্টগ্রাম ও উত্তরবঙ্গের ট্রেনের বেশিরভাগ আসনই ছিল ফাঁকা। তবে, বিগত ঈদের কোনো দৃশ্যের প্রক্ষাপট নেই এবারের শেষ দিনের ঈদযাত্রার ট্রেনে। 
 

এস

×