ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ঈদুল ফিতরের নামাজ আদায়

প্রকাশিত: ১৩:৪৭, ১০ এপ্রিল ২০২৪

রাজধানীতে ঈদুল ফিতরের নামাজ আদায়

ঈদুল ফিতরের নামাজ 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথে একটি কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া আজ সকালে পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের বেশ কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

আরও পড়ুন : মহাসড়কে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় আজ উদযাপিত হচ্ছে ঈদ।

নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, ‘সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি।’

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আজ উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সিয়াম সাধনার মাস রমজান শেষে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

এস

×