ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তানে চেয়ে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি: বিএনপি

প্রকাশিত: ১৪:৩৩, ২৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৪:৪২, ২৭ ডিসেম্বর ২০২২

ভারত-পাকিস্তানে চেয়ে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি: বিএনপি

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ঢাকার মেট্রোরেলের ভাড়া দুই থেকে পাঁচগুণ বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ঢাকার মেট্রোরেলের ভাড়া দুই থেকে পাঁচগুণ বেশি। ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের মেট্রোরেলের চেয়ে প্রায় দ্বিগুণ। আর কোলকাতার চেয়ে তিনগুণ বেশি।

তিনি বলেন, আমরা স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মেট্রোরেল আইন ও বিধিমালা লঙ্ঘন করে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা ভাড়া নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছি। জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার হলে এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারত না। এ জন্য গণবিরোধী সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।

এমএম

×