ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭ জুলাই থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

জবি সংবাদদাতা

প্রকাশিত: ২০:৪২, ৪ জুলাই ২০২২; আপডেট: ২১:০৯, ৪ জুলাই ২০২২

৭ জুলাই থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

পরীক্ষার্থী

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী বৃহস্পতিবার (৭ জুলাই ) থেকে সংগ্রহ শুরু হবে যা চলবে ১২ জুলাই পর্যন্ত

আগামী ৩০ জুলাই শনিবার ইউনিট- (বিজ্ঞান), ১৩ আগস্ট শনিবার ইউনিট-বি (মানবিক) এবং ২০ আগস্ট শনিবার ইউনিট-সি (বাণিজ্য) এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

তবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষা কিছুটা পেছাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র

গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির সভাপতি এবং চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. নাছিম আখতার জানান, গত শিক্ষা বর্ষের চেয়ে এই শিক্ষা বর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৪০ হাজার শিক্ষার্থী বেশি আবেদন করেছে আমরা আবেদনের সময় দিয়েছিলাম মাত্র ১০ দিন আগামী জুলাই থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে যা চলবে ১২ জুলাই পর্যন্ত

বন্যার কারণে পরীক্ষা পেছানো হবে কী না এমন প্রশ্নের জবাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . ছাদেকুল আরেফিন জানান, সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত তবে বিষয়ে আমি একা কিছু বলতে পারবো না এটা সম্মিলিত সিদ্ধান্তের ব্যাপার পরিস্থিতির উন্নতি না হলে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিব

 

গুচ্ছের টেকনিক্যাল সাব কমিটি সূত্রে জানা গেছে, ‘’, ‘এই তিনটি ইউনিটে সর্বমোট লাখ ৯৪ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্তইউনিটে আবেদনকৃতদের মধ্যে ভর্তি ফি জমা দেয়নি হাজার শিক্ষার্থী

 

তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্তইউনিটে এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্তইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে কম এই ইউনিটে আবেদন করেছে ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী আর মানবিকের জন্য নির্ধারিতইউনিটে আবেদন করেছেন ৯০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী

 

এর আগে গত ১৫ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়

×