ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হলো ১৪ বাংলাদেশীকে

প্রকাশিত: ২৩:০২, ২৬ নভেম্বর ২০২০

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হলো ১৪ বাংলাদেশীকে

স্টাফ রিপোর্টার ॥ সিঙ্গাপুরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সবিরোধী মনোভাব প্রকাশ ও সাম্প্রদায়িক অস্থিরতা বা সহিংসতা উস্কে দিতে উগ্রবাদী মন্তব্য ও মতাদর্শ প্রচারের অভিযোগে ১৫ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর সরকার। এ ছাড়া একজনকে গ্রেফতারও করা হয়েছে জঙ্গী সংশ্লিষ্টতার সন্দেহে। একই অভিযোগে এক মালয়েশিয়ার নাগরিককেও দেশে পাঠিয়েছে সিঙ্গাপুর। তবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সিঙ্গাপুর থেকে ১৫ জন ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তাদের ভাষায় প্রতি ফ্লাইটেই দুএকজন করে আউট পাস নিয়ে যাত্রী আসে। তাদের কি কারণে দেশে পাঠানো হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে সিঙ্গাপুরে এক বাংলাদেশীকে গ্রেফতারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জানা গেছে, ঢাকায় এ খবর নিশ্চিত করতে না পারলেও সিঙ্গাপুরের জাতীয় দৈনিক স্ট্রেইট টাইমস এ সংক্রান্ত প্রতিবেদন প্রাকশ করেছে- যাতে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি। বাংলাদেশের এই ১৪ নাগরিককে ফেরত পাঠানোর বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিল দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। সেটা তদন্তের ভিত্তিতে বাংলাদেশীদের ফেরত পাঠানো হয়েছে। যেসব বাংলাদেশীদের ফেরত পাঠানো হয়েছে- তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক। সম্প্রতি ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উস্কে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।
×