ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৬ বছর পর জীবিত ফিরে আসা

নারায়ণগঞ্জে তিন পুলিশ কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ

প্রকাশিত: ০১:১৭, ২ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জে তিন পুলিশ কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ কথিত অপহরণ ও খুনের ছয় বছর পর মামুন নামে এক যুবক জীবিত ফিরে আসার ঘটনার মামলার বিভিন্ন সময়ে তদন্তের দায়িত্বে থাকা তিন পুলিশ কর্মকর্তাকে এবার সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস এ নির্দেশ দেন। সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, আগামী ৫ নবেম্বর ওই তিন পুলিশ কর্মকর্তাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ওই তিন কর্মকর্তা হলেন- ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, সিআইডি’র উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন উজ্জল ও সিআইডি পুলিশের এএসপি হারুন উর হারুন।
×