ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে বাড়িতে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৮:৪২, ২১ এপ্রিল ২০২০

দৌলতপুরে বাড়িতে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২০ এপ্রিল ॥ কুষ্টিয়ার দৌলতপুর হাসপাতালের ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম ফোন পেলেই রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। করোনা উপসর্গ থাকলে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোসহ সব ধরনের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তারা। এর ফলে ঘরে বসেই রোগীরা চিকিৎসাসেবা পেয়ে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত হচ্ছেন। পাশাপাশি করোনা দুর্যোগকালীন ডাক্তারদের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সামসুল আরেফিন জানান, একজন ডাক্তার, একজন নমুনা সংগ্রহকারী, একজন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ ৪ জনের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। ফোন পেলে প্রথমে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ওই বাড়ি গিয়ে রোগীর ধরন বুঝে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমকে জানাচ্ছেন। মেডিক্যাল টিম পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করছেন। আর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের জন্য এমপি এ্যাডভোকেট আ. ক. ম. সরওয়ার জাহান বাদশা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন একটি মাইক্রোবাসের ব্যবস্থা করে দিয়েছেন।
×