ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোর কারাগারের ৪০ কর্পোরেট সিমকার্ডের হদিস নেই

প্রকাশিত: ০৯:২৭, ৩১ জানুয়ারি ২০২০

যশোর কারাগারের ৪০ কর্পোরেট সিমকার্ডের হদিস নেই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর কেন্দ্রীয় কারাগারের জন্য বরাদ্দকৃত মোবাইল ফোন কোম্পানির কর্পোরেট সিমকার্ডের ৪০টির কোন হদিস নেই। সিমকার্ডগুলো কারাগারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবহার করতেন। সিমকার্ডগুলো কোথায় আছে তা জানেন না কারাকর্তৃপক্ষ। ফলে সিমকার্ড হারিয়ে যাওয়ার অভিযোগে বুধবার রাতে কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন কারাগারের নবনিযুক্ত জেলর তুহিন কান্তি খান। জিডি নম্বর-১৫২৩/২০। জেলর তুহিন কান্তি খান জানিয়েছেন, মাসখানেক হলো তিনি সাতক্ষীরা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বদলি হয়ে এসেছেন। ঢাকাস্থ কারা প্রিজন কর্তৃপক্ষ যশোর কারাগারের কর্তকর্তাদের মধ্যে অর্ধশত সিমকার্ড বরাদ্দ দিয়েছিল বিভিন্ন সময়। গ্রামীণ ফোন কোম্পানি থেকে কর্পোরেট সিমকার্ডগুলো সরবরাহ করা হয়েছিল। কিছুদিন আগে ঢাকা থেকে চিঠি দিয়ে বরাদ্দকৃত সিমকার্ডের ব্যবহার বিষয়ে খোঁজখবর নেয়া হয়। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে কয়েকটি বাদে ৪০টি সিমকার্ড বন্ধ। সেগুলো কোথায় আছে তাও জানা যায়নি। ফলে তিনি এ বিষয়ে কোতোয়ালি থানায় জিডি করেছেন। তিনি জানিয়েছেন, যে কর্মকর্তা যশোর থেকে অন্যত্র বদলি হয়েছেন তিনি সিমকার্ড বুঝিয়ে না দিয়ে চলে গেছেন। পরবর্তীতে ওই সিমকার্ড ব্যবহার না করে হয়ত নিজের নামে নেয়া সিমকার্ড ব্যবহার করছেন। এইভাবে সিমকার্ডগুলো হারিয়ে যেতে পারে। সিমকার্ডগুলো থেকে বন্দীরা কোন সময় কোন সুবিধা নিতো কি-না এমন প্রশ্নেন জাবাবে তিনি বলেছেন, এই ধরনের অভিযোগ নতুন না। কোন কোন অসাধু কর্মকর্তা এই ধরনের সুবিধা হয়ত বন্দীদের দিয়ে থাকতে পারেন। তিনি যোগদানের পর এই ধরনের কোন অভিযোগ পাননি। তবে সিমকার্ডগুলো যদি অন্য কোথাও চলে যায় তাহলে সমস্যা দেখা দিতে পারে।
×