ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ১১:১৯, ১ জানুয়ারি ২০২০

রাজধানীতে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কদমতলী এলাকা থেকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু এবং জেএসসি পরীক্ষায় ফেল করায় লালবাগে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকার কদমতলী থানাধীন দনিয়া এলাকার নাসির উদ্দিন সড়কের চাঁন মিয়ার টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে মৃত অবস্থায় কাকলীর (১২) লাশ উদ্ধার হয়। কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জনকণ্ঠকে জানান, স্বাভাবিক মানুষ যেভাবে ঘুমিয়ে থাকে, ঠিক সেভাবেই কাকলীর মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। বিছানায় কাকলীর মলত্যাগ করার আলামত মিলেছে। যদিও বাহ্যিকভাবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কাকলী দনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ত। পোস্টমর্টেমের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। কাকলীর পিতার নাম আবুল কাশেম। পেশায় দিনমজুর। কাকলীর মা পারভিন আক্তার জানান, ঘটনার সময় তার স্বামী কাজের জন্য বাইরে ছিল। দুপুরে বাসায় গিয়ে দেখেন কাকলী বিছানায় শুয়ে আছে। গলায় ওড়না পেঁচানো ছিল। কাকলীর ছোট একটি বোন আছে। সে পিতামাতার সঙ্গে ওই বাসায় থাকত। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় খাজুরিয়া গ্রামে। এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় রাজধানীর লালবাগে একটি বাসায় তুষার (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। তুষারের মামা জাকির হোসেন জানান, তুষারের পিতার নাম মজিবর রহমান। তুষার পিতামাতার সঙ্গে লালবাগ থানাধীন মসজিদ গলির ষষ্ঠ তলার বাসার তৃতীয় তলায় থাকত। লালবাগের এ কে ইন্টার গার্ডেন স্কুল থেকে এবার সে জেএসসি পরীক্ষা দিয়েছিল। মঙ্গলবার পরীক্ষায় ফল বের হয়।
×