ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নকল ওষুধ বাজারজাত করায় দুইজনকে কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

নকল ওষুধ বাজারজাত করায় দুইজনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বিদেশী নকল ওষুধ বাজারজাত করার দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরপুল এলাকায় অভিযান চালান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে বিদেশী বিভিন্ন কোম্পানির ওষুধ নকল উৎপাদন ও বাজারজাত করায় সিলভার ট্রেডিং কোম্পানির জাহাঙ্গীর আলমকে দুই বছর ও বিশ লাখ টাকা জরিমানা এবং নুরুল ইসলামকে ছয় মাসের দ- দেয়া হয়।
×